বিএনপিকে ষড়যন্ত্র ত্যাগের আহ্বান ঢাবি শিক্ষক সমিতির
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৩, ১০:২৫ পিএম
![বিএনপিকে ষড়যন্ত্র ত্যাগের আহ্বান ঢাবি শিক্ষক সমিতির](https://cdn.jugantor.com/assets/news_photos/2023/10/31/image-734982-1698769543.jpg)
২৮ অক্টোবর দেশব্যাপী বিএনপি নেতাকর্মীর দ্বারা সংঘটিত সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতি। এ সময় শিক্ষক নেতারা বিএনপিকে ষড়যন্ত্র ত্যাগ করে গণতান্ত্রিক উপায়ে নির্বাচনে আসার আহ্বান জানান।
ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশে মঙ্গলবার কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, যারা জাতীয় নির্বাচন ঠেকাতে চায় তাদের বিরুদ্ধে প্রতিবাদ নয়, প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিএনপি-জামায়াত নির্বাচনকে ব্যাহত করে অগণতান্ত্রিকভাবে ক্ষমতায় আসতে চায়। বিএনপি ধরে নিয়েছে তাদেরকে আমেরিকা ও ইউরোপীয় শক্তি ক্ষমতায় আনবে। গণমাধ্যমে দেওয়া পিটার হাসের বক্তব্যই প্রমাণ করে বিএনপি পরিকল্পিতভাবে ২৮ অক্টোবর সন্ত্রাস-নৈরাজ্য করেছে। বিএনপির জন্মই হয়েছে সন্ত্রাসের মাধ্যমে। তাই তারা সন্ত্রাসী কার্যক্রম দ্বারা গণতন্ত্র কায়েম করতে চায়। তাদের এসব কর্মকাণ্ড দেশের মানুষ মেনে নেবে না।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদার সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এসএম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মমতাজ উদ্দিন আহমদ প্রমুখ।