Logo
Logo
×

ক্যাম্পাস

পরীক্ষায় অসদুপায়, ঢাবির ৯৯ শিক্ষার্থীকে শাস্তি

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:১৮ এএম

পরীক্ষায় অসদুপায়, ঢাবির ৯৯ শিক্ষার্থীকে শাস্তি

পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৯৯ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। বুধবার অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভায় সভাপতিত্ব করেন।

সভা শেষে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শাস্তি পাওয়া শিক্ষার্থীদের মধ্যে পাঁচজনকে পরীক্ষাসহ চার বছর, ৫৩ জনকে পরীক্ষাসহ তিন বছর এবং ৩৯ জনকে পরীক্ষাসহ দুই বছর মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। এ ছাড়া দুইজন শিক্ষার্থীর সংশ্লিষ্ট কোর্সের মিডটার্ম/ইনকোর্স পরীক্ষা বাতিল করা হয়েছে। শৃঙ্খলা পরিষদের সভার সুপারিশ অনুযায়ী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এছাড়া এ সভায় বিশ্ববিদ্যালয়ের ১৬ জন গবেষককে পিএইচডি এবং ১৪ জন গবেষককে এমফিল ডিগ্রি দেওয়া হয়েছে।

এ সভায় বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মেজবাহ্-উল-ইসলামের বিরুদ্ধে আনা অসদাচারণ ও শৃঙ্খলা পরিপন্থি অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে পদানবতি করে অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক করা হয়েছে।

সভায় প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালসহ সিন্ডিকেট সদস্যরা উপস্থিত ছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম