Logo
Logo
×

ক্যাম্পাস

বশেমুরবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন

Icon

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৮ মে ২০২৩, ১০:৫৯ পিএম

বশেমুরবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন

ফাইল ছবি

গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আগামী ২০ মে থেকে এ পরীক্ষা শুরু হবে। 

বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২০ মে দুপুর ১২টায় অনুষ্ঠিতব্য ‘বি’ ইউনিটভুক্ত মানবিক শাখার পরীক্ষায় মোট ২ হাজার ১৩৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। 

এছাড়া আগামী ২৭ মে অনুষ্ঠিত হবে ‘সি’ ইউনিটভুক্ত বাণিজ্য শাখার ভর্তি পরীক্ষা। এ পরীক্ষায় ৩৫৯ জন অংশগ্রহণ করবেন। এছাড়া আগামী ৩ জুন ‘এ’ ইউনিটভুক্ত বিজ্ঞান শাখার ১ হাজার ৬০৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন।

ভর্তি পরীক্ষার প্রস্তুতির বিষয়ে প্রক্টর ড. মো. কামরুজ্জামান বলেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য আমাদের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। 

তিনি আরও বলেন, পরীক্ষার দিন বিশ্ববিদ্যালয়ের ভেতরে ভ্যান ও মোটরসাইকেলসহ সব ধরনের যানবহন চলাচল বন্ধ থাকবে। মোবাইল ফোন ও ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করা যাবে না। কোনো প্রকার অস্থায়ী ভাসমান দোকান বিশ্ববিদ্যালয়ের ভেতরে স্থাপন করা যাবে না।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম