Logo
Logo
×

ক্যাম্পাস

ভর্তি পরীক্ষায় শিফট পদ্ধতি বাতিল চান জাবি শিক্ষার্থীরা

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ১৮ মে ২০২৩, ১০:৫৭ পিএম

ভর্তি পরীক্ষায় শিফট পদ্ধতি বাতিল চান জাবি শিক্ষার্থীরা

ভর্তি পরীক্ষায় বিতর্কিত শিফট পদ্ধতি বাতিল ও অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রগতিশীল শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দেন শিক্ষার্থীরা।

মানববন্ধনে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাবি শাখার সদস্য সোহাগী সানিয়ার সঞ্চালনায় জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি সৌমিক বাগচী বলেন, আমরা লক্ষ্য করছি বারবার বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতিশ্রুতি দিয়ে তা রাখছেন না৷ আমরা শিফট পদ্ধতি বাতিল চাই৷ শিফট পদ্ধতি বাতিল করা না হলে আমরা কঠোর আন্দোলনে যাব। 

সমাপনী বক্তব্যে শিফট পদ্ধতিকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে সংগঠনের জাবি শাখার সাধারণ সম্পাদক কনোজ কান্তি রায় বলেন, প্রশাসন চাইলেই একটি অভিন্ন প্রশ্নে পরীক্ষা নিতে পারে। নিজেদের মুনাফা বৃদ্ধির জন্যই তারা এ শিফট বৈষম্য চালু রেখেছেন। আমরা আগেও তাদের বারবার বলেছি। আমরা অবিলম্বে শিফট পদ্ধতি বাতিল করে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার দাবি জানাই।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম