Logo
Logo
×

ক্যাম্পাস

অধ্যাপক ইমতিয়াজ আহমেদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাবি শিক্ষক সমিতি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৩, ০৮:১১ পিএম

অধ্যাপক ইমতিয়াজ আহমেদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাবি শিক্ষক সমিতি

অধ্যাপক ইমতিয়াজ আহমেদ। ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদের লেখা বইয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগ তদন্ত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক সমিতি।

শুক্রবার ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নিজামুল হক ভূইয়া ও সাধারণ সম্পাদক অধ্যাপক জিনাত হুদা স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি তাকে অনতিবিলম্বে জেনোসাইড স্টাডিজ সেন্টারের পরিচালকের পদ থেকে অব্যাহতি প্রদান ও তার ‘হিস্টোরাইজিং ১৯৭১ জেনোসাইড: স্টেট ভার্সেস পারসন’ শিরোনামের গ্রন্থে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির তদন্তের জন্য সিন্ডিকেট কর্তৃক মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের ইতিহাস বিষয়ে পণ্ডিত শিক্ষকদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি প্রণয়নের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানাচ্ছে।

এ ছাড়া বিবৃতে ইমতিয়াজ আহমেদের বইটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছেও জোর দাবি জানানো হয়।

তবে অধ্যাপক ইমতিয়াজ তার ওই বই নিয়ে তোলা অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম