
প্রিন্ট: ২৬ এপ্রিল ২০২৫, ০৫:৩৪ এএম
গাকৃবিতে গ্র্যাজুয়েট ও আন্ডারগ্র্যাজুয়েটদের ওরিয়েন্টেশন

গাজীপুর মহানগর প্রতিনিধি
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ০৬:২২ পিএম

আরও পড়ুন
আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) গ্র্যাজুয়েট (উইন্টার'২৪) এবং আন্ডারগ্র্যাজুয়েট (সামার'২৪) প্রোগ্রামের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে মঙ্গলবার সকাল ১০টায় ২১০ জন গ্র্যাজুয়েট ও ৪৪১ জন আন্ডারগ্র্যাজুয়েট শিক্ষার্থীদের নিয়ে এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
ওরিয়েন্টেশনে অংশগ্রহণকারী মোট ৬৫১ শিক্ষার্থীর মধ্যে ৬ জন বিদেশি শিক্ষার্থী রয়েছেন।
নবীন শিক্ষার্থীদের বরণ করতে ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে ছিলেন গাকৃবির উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. এম. ময়নুল হক এবং ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদীয় ডিন, পরিচালক, প্রভোস্ট, বিভাগীয় প্রধান, অন্যান্য শিক্ষক, রেজিস্ট্রারসহ বিভিন্ন বর্ষের প্রবীণ শিক্ষার্থীরা। অনুষ্ঠানের শুরুতে রেজিস্ট্রারের স্বাগত বক্তব্যের পর ৭টি অনুষদের ৭ জন নবীন শিক্ষার্থীরা তাদের অনুভূতি ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক (ছাত্র-কল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম। উল্লেখ্য, একই দিন বিকালে অর্থাৎ ৮ এপ্রিল স্ব-স্ব অনুষদীয় শিক্ষার্থীদের আলাদা করে অনুষ্ঠেয় ওরিয়েন্টেশনের মাধ্যমে বরণ করে নেয় সংশ্লিষ্ট অনুষদসমূহ।