
প্রিন্ট: ২৬ এপ্রিল ২০২৫, ১১:৫২ এএম
'ইসরাইল কোনো রাষ্ট্র নয়, জায়নবাদী জঙ্গি সংগঠন'

চবি প্রতিনিধি
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ০৭:৪৪ পিএম
-67f52829f26c7.jpg)
আরও পড়ুন
ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে কর্মসূচি পালন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এতে বক্তারা বলেছেন, গাজাবাসীকে বাস্তুহারা করে মানবাধিকারের কবর রচনা করছে ইসরাইল। ইসরাইল কোনো রাষ্ট্র নয় বরং এটা একটা জায়নবাদী জঙ্গি সংগঠন।
মঙ্গলবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
সভায় বক্তারা বলেন, পশ্চিমাবিশ্ব ও জায়নবাদীরা ১৯৪৮ সালে বেলফোর ঘোষণার মাধ্যমে ফিলিস্তিনিদের এ নিধনযজ্ঞ শুরু করেছে। এখন তাদের বাস্তুহারা করে মানবাধিকারের কবর রচনা করছে ইসরাইল। ইসরাইল কোনো রাষ্ট্র নয় বরং এটা একটা জায়নবাদী জঙ্গি সংগঠন।
শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন- চবির জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি প্রফেসর ড. মো. আল-আমিন, সাধারণ সম্পাদক প্রফেসর ড. এসএম নছরুল কদির, সিনিয়র সহ-সভাপতি প্রফেসর ড. আল ফোরকান, সাংগঠনিক সম্পাদক প্রফেসর ড. শফিকুল ইসলাম ও গণিত বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আমান উল্লাহ।
এছাড়া বক্তব্য রাখেন- চবি ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মুহসীন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াসিন, জিয়া সাংস্কৃতিক সংগঠনের (জিসাস) কেন্দ্রীয় সহসভাপতি সৈয়দ নাজিম উদ্দিন, আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী কর্মচারী ফেডারেশনের যুগ্ম আহ্বায়ক আমির হোসেন, চবি ছাত্রদলের সাবেক সহ-দপ্তর সম্পাদক হুমায়ুন কবির ও সাবেক সহ-সভাপতি মো. সোহেল।
চবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াসিন বলেন, আন্দোলন হবে শান্তিপূর্ণ। গতকাল সারা দেশে যে লুটপাটের চিত্র দেশবাসী দেখেছে তা গ্রহণযোগ্য নয়। আমরা এসব লুটপাটকারীদের আইনের আওতায় আনার জোর দাবি জানাই। ফিলিস্তিনের মানুষের মুক্তি কামনায় আমাদের যে আন্দোলন শুরু হয়েছে, মজলুম জনগণের স্বাধীনতা অর্জনের আগপর্যন্ত তা চলমান থাকবে।
চবি ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মুহসীন বলেন, আমরা ফিলিস্তিনের জনগণের সঙ্গে আছি। জাতিসংঘসহ সব আন্তর্জাতিক শক্তির কাছে মানবতা সমুন্নত রাখার দাবি জানাই।