
প্রিন্ট: ২৬ এপ্রিল ২০২৫, ১২:৫০ পিএম
গণহত্যাকারী ইসরাইলকে অবৈধ ঘোষণা করতে হবে

জাবি প্রতিনিধি
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ০৬:৪৫ পিএম

আরও পড়ুন
ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে গাজায় ইসরাইলি গণহত্যা ও মানবতাবিরোধী আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রদলের নেতাকর্মীরা।
সমাপনী বক্তব্যে জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, আমরা এই মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি থেকে বলতে চাই, যারা আমাদের মুসলমান ভাইবোনদের ওপর নির্বিচারে গণহত্যা চালাচ্ছে তাদের অবশ্যই আন্তর্জাতিক আইনে বিচারের আওতায় আনতে হবে। পাশাপাশি অবিলম্বে জাতিসংঘ, মানবাধিকার সংস্থা এবং আন্তর্জাতিক আইনের মাধ্যমে গণহত্যাকারী ইসরাইল রাষ্ট্রকে অবৈধ ঘোষণা করতে হবে। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল গাজাবাসী এবং ফিলিস্তিনের ওপর চলা ইসরাইলের গণহত্যা থেকে রক্ষার জন্য বিশ্ববাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।
মঙ্গলবার বেলা ১১টায় ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এ সময় শাখা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিকের সঞ্চালনায় নেতারা বক্তব্য রাখেন।
জাবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য তানজিলা বৈশাখী বলেন, ইসরাইল যেভাবে ফিলিস্তিনের নারী-শিশু নির্বিশেষে সব মানুষকে টার্গেটেড কিলিং চালাচ্ছে, এভাবে চলতে থাকলে ফিলিস্তিন নিশ্চিহ্ন হয়ে যাবে।
তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি- গণতন্ত্রের কাণ্ডারি আমেরিকার যেখানে ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানোর কথা, সেখানে তারা ইসরাইলকে সমর্থন দিয়ে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের নতুন পররাষ্ট্রনীতির ফলে ইসরাইল গণহত্যা চালাতে লাই পেয়েছে।
জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রায়হান হোসেন মিল্টন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় বিশ্বমানবতার পক্ষে ছিল, সব জুলুম-অত্যাচার-নির্যাতনের বিপক্ষে ছিল। তারই ধারাবাহিকতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল গাজাবাসীর ওপর চলমান গণহত্যার বিরুদ্ধে দাঁড়িয়েছে। গাজার নারী-শিশুদের ওপর ইসরাইল যেভাবে গণহত্যা চালিয়েছে, তাদের অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় ফিলিস্তিনের পক্ষে ছিল। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পররাষ্ট্রনীতি ফিলিস্তিনের পক্ষে ছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাইফুল আজম সরাসরি ফিলিস্তিনের পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। আমাদের দেশসহ সারা বিশ্বকে ফিলিস্তিনের পাশে দাঁড়াতে হবে।