Logo
Logo
×

শিক্ষাঙ্গন

পবিপ্রবি ছাত্রদল সভাপতি রাতুল, সম্পাদক জনি

Icon

যুগান্তর প্রতিবেদন, দক্ষিণাঞ্চল

প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ০৪:০৮ পিএম

পবিপ্রবি ছাত্রদল সভাপতি রাতুল, সম্পাদক জনি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) নতুন কমিটি ঘোষণা করেছে ছাত্রদল। দীর্ঘ ১১ বছর পর নতুন নেতৃত্ব পেল পবিপ্রবি ছাত্রদলের নেতাকর্মীরা। যদিও ক্যাম্পাসটিতে বর্তমানে সকল ধরণের রাজনীতি নিষিদ্ধ রয়েছে।

নতুন কমিটিতে জাহিদুল ইসলাম রাতুলকে সভাপতি ও সোহেল রানা জনিকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে হবে।

ছাত্রদলের সভাপতির দায়িত্ব পাওয়া জাহিদুল ইসলাম রাতুল ২০১১-১২ সেশনের ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষার্থী। আর সাধারণ সম্পাদক সোহেল রানা জনি ২০১৭-১৮ সেশনের মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থী।

সোহেল রানা জনি বলেন, ‘শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করব। একইসঙ্গে ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধের আদেশ বাতিলের দাবিও তুলবো।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম