প্রাথমিক বিদ্যালয়ে কোচিং-প্রাইভেটে নিষেধাজ্ঞা

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ০৫:৫৮ পিএম

ফাইল ছবি
প্রাথমিক বিদ্যালয়ের কক্ষ প্রাইভেট পড়ানো বা কোচিংয়ের কাজে ব্যবহার করা যাবে না। এর ব্যত্যয় ঘটলে নিজ নিজ বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্তরা দায়ী থাকবেন। সোমবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রাথমিকের মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাছে এই নির্দেশনা দিয়েছে।
নির্দেশনাপত্রে বলা হয়, সম্প্রতি দেখা যাচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে ছুটির পর বা বন্ধের দিনে শ্রেণিকক্ষ প্রাইভেট পড়ানো, কোচিংসহ নানা কাজে ব্যবহার করা হয়, যা অনভিপ্রেত। কোনোভাবেই বিদ্যালয়ের কক্ষ প্রাইভেট পড়ানো, কোচিংসহ অন্যান্য কাজে ব্যবহার করা যাবে না। এর ব্যত্যয় হলে দায়িত্বপ্রাপ্তরা দায়ী থাকবেন।
নির্দেশনাপত্রে এই আদেশ আবশ্যিকভাবে পালনের বিষয়ে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের বলা হয়েছে।