Logo
Logo
×

শিক্ষাঙ্গন

জাবিতে গণঅভ্যুত্থানে হামলাকারীদের বিচার নিশ্চিতে গড়িমসির প্রতিবাদে মানববন্ধন

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ০৭:৪০ পিএম

জাবিতে গণঅভ্যুত্থানে হামলাকারীদের বিচার নিশ্চিতে গড়িমসির প্রতিবাদে মানববন্ধন

জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিচার নিশ্চিতে গড়িমসি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক হামলাকারী ছাত্রলীগ সন্ত্রাসীদের পুনর্বাসনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

বুধবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। এ সময় নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাজমুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন। 

বক্তারা হামলাকারীদের বিচারে প্রশাসনের গড়িমসির সমালোচনা করেন। সেই সঙ্গে ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসীরা কিভাবে জেলে বসে পরীক্ষা দেয় সেই প্রশ্ন তোলেন। 

সরকার ও রাজনীতি বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী নাহিদ হাসান ইমন বলেন, আমরা দেখতে পাচ্ছি প্রশাসন জেনে বা না জেনে ছাত্রলীগ পুনর্বাসনের চেষ্টা করছে। ছাত্রলীগের হামলাকারী এবং অবাঞ্ছিতরা এখনো কিভাবে পরীক্ষায় অংশ নিচ্ছে? 

তিনি লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান স্যারকে হুঁশিয়ারি করে বলেন, আপনি যদি ছাত্রলীগকে এভাবে পুনর্বাসিত করতে থাকেন তাহলে আপনার চেয়ারটা বেশিদিন থাকবে না, আমরা আপনাকে টেনে-হিঁচড়ে নামাব। পুনর্বার এমন চেষ্টা করলে ছাত্রলীগের দোসরদের মতোই আপনার পরিণতি হবে। মবের কারণে মৃত্যু হয় শামীম মোল্লার। এখানে বিপ্লবীদের পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। প্রশাসনকে বলতে চাই, সঠিক তদন্ত করে বিপ্লবীদের ফিরিয়ে আনুন। জুলাই হামলাকারীদের দ্রুত বিচার করুন।

অর্থনীতি ৪৯ বিভাগের শিক্ষার্থী নাকিব আল মাহমুদ অর্ণব বলেন, আমরা মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসন বিচারের নামে ‘কমিটি কমিটি’ করে যে টালবাহানা করছে। অতিদ্রুত এই নাটকের অবসান ঘটাতে হবে। কিভাবে একজন সন্ত্রাসী ছাত্রলীগের কর্মী হাসপাতালে বসে, জেলে বসে পরীক্ষা দিতে পারে? যেখানে আমাদের বিপ্লবীরা, যারা জাহাঙ্গীরনগর থেকে সম্মুখসারিতে নেতৃত্ব দিয়েছে তাদের জীবন আজ বিপন্ন। 

মার্কেটিং ৪৭ ব্যাচের শিক্ষার্থী আরিফুজ্জামান উজ্জল বলেন, গণঅভ্যুত্থানের পরে দায়িত্ব নেওয়া এই প্রশাসনের প্রধান কাজ ছিল ১৫ জুলাই হামলাকারী ছাত্রলীগের বিচার নিশ্চিত করা। এখনো বিচার নিশ্চিত করতে পারেনি। আপনারা সত্যিকারে যদি গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি হয়ে থাকেন তাহলে দ্রুতবিচার নিশ্চিত করুন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম