Logo
Logo
×

শিক্ষাঙ্গন

ঢাবিতে গণ-অবস্থানে গুলিবিদ্ধ রিকশাচালক

বাংলার মাটিতে খুনি হাসিনার ফাঁসি কার্যকর দেখতে চাই

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ০৭:৪৩ পিএম

বাংলার মাটিতে খুনি হাসিনার ফাঁসি কার্যকর দেখতে চাই

ছবি: যুগান্তর

ফ্যাসিবাদী দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে শামিল হয়েছেন জুলাই আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়েও মৃত্যুর কোল থেকে ফিরে আসা তরুণ সাকিব।

তিনি বলেছেন, বাংলার ছাত্রজনতার একটাই দাবি, বাংলার মাটিতে যেন শেখ হাসিনার বিচার হয়, আমরা যেন তার ফাঁসি কার্যকর দেখতে পাই।

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে ২০ দিন ধরে চলমান ছাত্রজনতার গণ-অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন রাজধানীর রায়েরবাগের বাসিন্দা সাকিব।

তিনি বলেন, ছাত্র ভাইয়েরা কেউ শেখ হাসিনার কথা শুনবেন না। আওয়ামী লীগ নিষিদ্ধ না করে কেউ ঘরে ফিরবেন না। যদি আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারে তাহলে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের লিস্ট দেখে আমাদের সব আহতদের শাস্তি দিবে।

গত ১৩ ফেব্রুয়ারি ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগ ও মিত্র রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধসহ ৫ দফা দাবিতে রাজু ভাস্কর্যের চলমান গণঅবস্থান কর্মসূচি শুরু হয়।

বুধবার ছিল কর্মসূচির ২০তম দিন। এদিন গণ-অবস্থানের সংগঠকরা অভিযোগ করেন, প্রচণ্ড রোদের মধ্যে লাগাতার অবস্থান চললেও অন্তর্বর্তী সরকার ও প্রধান রাজনৈতিক দলগুলো এ কর্মসূচিকে অবহেলা করছে। এর মধ্য দিয়ে ফ্যাসিবাদ বিলোপের দাবিকে জনপরিসরে কোনঠাসা করে ফেলা হচ্ছে।

সংগঠক ও বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আব্দুল ওয়াহেদ বলেন, ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগ ও মিত্র রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধের দাবিতে আমরা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে তার কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দিয়েছি। কিন্তু সরকার আমাদেরকে কোনো জবাব দেয়নি। সার্বিক পরিস্থিতিতে স্পষ্ট যে সরকার আমাদের অবস্থান কর্মসূচিকে অবহেলা করে আসছে।

আরেক সংগঠক ও বিপ্লবী ছাত্র পরিষদের সদস্য সচিব ফজলুর রহমান বলেন, প্রধান রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় মনে হচ্ছে তারা আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধী, তাই তারা আমাদের উপেক্ষা করছেন।

গণ-অবস্থানে অংশ নিয়ে জাতীয় বিপ্লবী পরিষদের যুগ্ম আহ্বায়ক সাইয়েদ কুতুব বলেন, ফ্যাসিবাদ দলগুলোকে নিষিদ্ধে সরকারের নিষ্ক্রিয়তার কারণে পালিয়ে থাকা ফ্যাসিস্ট খুনি সন্ত্রাসীরা সগৌরবে প্রকাশ্যে ফিরে এসে হত্যাসহ গুরুতর অপরাধে লিপ্ত হচ্ছে।  ফলে সারা দেশ ক্রমাগত অরাজক পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছে। কিন্তু সরকার সমস্যার প্রকৃত সমাধান না করে লোক দেখানো পুলিশি অভিযান চালিয়ে পরিস্থিতি ধামাচাপা দিতে বৃথা চেষ্টা করছে।

রোববারের গণ-অবস্থানে সকাল ৯টা থেকে অংশ নেন রিকশাচালক মো. মোবারক ও মুখলেছ, জাতীয় বিপ্লবী পরিষদের সহকারী সদস্য সচিব গালীব ইহসান, সদস্য মোহাম্মদ ওয়াসিম আহাম্মদ, বিপ্লবী ছাত্র পরিষদের সহকারী সদস্য সচিব আশরাফুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক সানোয়ারা খাতুন, সদস্য সচিব মুহিব মুশফিক খান, যুগ্ম আহ্বায়ক গোলাম নূর শাফায়েতুল্লাহ, সদস্য ফারজায়ান জাকি আহসান কৃতিত্ব ও বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আরিফুল ইসলাম প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম