Logo
Logo
×

শিক্ষাঙ্গন

কুয়েট উপাচার্যকে লাঞ্ছিত: জাবি উপাচার্যের নিন্দা

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৮ পিএম

কুয়েট উপাচার্যকে লাঞ্ছিত: জাবি উপাচার্যের নিন্দা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। 

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, উপাচার্যকে শারীরিকভাবে লাঞ্ছিত ও নিগৃহীত করা ফৌজদারি অপরাধ। ২০২৪ এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে বতর্মান অন্তর্বর্তী সরকার দেশের সৎ ও বরেণ্য শিক্ষাবিদের বাছাই করে এক অভূতপূর্ব নজির স্থাপন করেছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উপাচার্যগণ অভ্যুত্থানের চেতনা ধারণ ও তা বাস্তবায়নে যখন দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন, ঠিক সেই সময়ে উপাচার্যের ওপর এই হামলা ফ্যাসিস্ট ও তাদের দোসরদের পুনর্বাসনের অপচেষ্টার শামিল।

এছাড়া তিনি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর হামলা এবং লাঞ্ছিত করার ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তসাপেক্ষে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে কোনো সমস্যা অংশীজনদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের পরামর্শ দেন।  

গত ১৮ ফেব্রুয়ারি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘটিত অনাকাঙ্ক্ষিত সহিংসতার জেরে একদল শিক্ষার্থী উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাসুদকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম