Logo
Logo
×

শিক্ষাঙ্গন

অবিলম্বে তিস্তা পানির ন্যায্য হিস্যা আদায় করতে হবে: আসাদুল হাবিব দুলু

Icon

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৩০ এএম

অবিলম্বে তিস্তা পানির ন্যায্য হিস্যা আদায় করতে হবে: আসাদুল হাবিব দুলু

তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, তিস্তা আমাদের প্রাণ, তিস্তা আমাদের জীবন রেখা। তাই তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় ও মেগা প্রকল্প বাস্তবায়ন অবিলম্বে করতে হবে। 

তিনি আরও বলেছেন, পতিত আওয়ামী সরকারের নতজানু পররাষ্ট্র নীতির কারণে তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় করা সম্ভব হয়নি। আমাদের দাবি, বিদেশি টাকায় না হোক, দেশের টাকায় আমরা তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়ন চাই।  

বৃহস্পতিবার বিকালে তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়ন ও পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে তিস্তা রেল ও সড়ক সেতু পাড়ে ১৭ থেকে ১৮ ফেব্র“য়ারি দুদিনব্যাপী কর্মসূচি সফল করতে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সভাটি হয়।  

তিস্তা রক্ষা আন্দোলন কমিটির সমন্বয়ক কাউনিয়া উপজেলা বিএনপির সভাপতি এমদাদুল হক ভরসার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন তিস্তা রক্ষা আন্দোলনের সমন্বয়ক জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম সফি, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক রাকিবুল হাসান পলাশ, টেপামধুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নূরল ইসলাম  প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম