Logo
Logo
×

শিক্ষাঙ্গন

শেকৃবিতে ক্লাশ প্রতিনিধি নির্বাচন কেন্দ্র করে মারধর, আহত ১

Icon

শেকৃবি প্রতিনিধি

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২০ এএম

শেকৃবিতে ক্লাশ প্রতিনিধি নির্বাচন কেন্দ্র করে মারধর, আহত ১

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদের লেভেল-২ সেমিস্টার-২-এ অধ্যায়নরত শিক্ষার্থীদের অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটেছে। এতে একজন আহত হয়েছেন বলে জানা গেছে। আহত শিক্ষার্থী শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে চিকিৎসা নেন। 

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীর নাম দুর্জয় কুমার। তিনি বিশ্ববিদ্যালয়ের (এবিএম) অনুষদের একই বর্ষের শিক্ষার্থী।

অনুষদের শিক্ষার্থীদের থেকে খোঁজ নিয়ে জানা গেছে, ক্লাশ প্রতিনিধি নির্বাচন ও পরীক্ষা দেওয়াকে কেন্দ্র করে শিক্ষার্র্থীদের মাঝে মতবিরোধ দেখা যায়। কথা কাটাকাটির জেরে ক্লাশ থেকে ফেরার পথে শাহরিয়ার আলম হিমেল, তাওহীদ আহম্মেদ ও হাসিব হিমেল মিলে দুর্জয়কে মারধর করে। দুর্জয়ের সহপাঠীরা অভিযুক্তদের রুম ভাঙচুর করে। 

অভিযুক্ত তিন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের এগ্রি বিজনেস অনুষদের ২১-২২ শিক্ষাবর্ষের এবং বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থী।

ভুক্তভোগী দুর্জয় কুমার বলেন, তারা তিনজন আগে থেকেই এখানে ছিল। আমি আসার সময় তারা আমাকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করে আমি সকালে কী বলেছি? পরে কথা বলার সুযোগ না দিয়ে আমাকে রাস্তায় ফেলে কিলঘুসি ও লাথি মারে। 

এদিকে অনুষদের লেভেল-২ সেমিস্টার-২-এর শিক্ষার্থীরা তাদের বহিষ্কার চেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আবেদন করেছেন। 

তারা আবেদনপত্রে উল্লেখ করেন- অভিযুক্ত তিন শিক্ষার্থী (হিমেল, তাওহীদ ও হাসিব) ভুক্তভোগীকে সাইকেল থেকে নামিয়ে বেধড়ক মারধর করেছে। এছাড়া অভিযোগপত্রে মেয়েদের উত্ত্যক্ত করার ও মাদক সেবনের কথাও উল্লেখ করেন। 

অভিযুক্ত শিক্ষার্থী তাওহীদ আহম্মেদ বলেন, যত অভিযোগ দেওয়া হয়েছে সব মিথ্যা। বন্ধুদের মধ্যে সামান্য কিছু কথা কাটাকাটি হয়েছে; যা শিগগিরই মিটমাট হয়ে যাবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আরফান আলী বলেন, এ বিষয়ে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যার আহ্বায়ক বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। কমিটি তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে।

তাদের বিরুদ্ধে মাদকের অভিযোগের বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন, যদি তদন্তসাপেক্ষে মাদকের সংশ্লিষ্টতা পাওয়া যায় তবে ব্যবস্থা নেওয়া হবে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম