Logo
Logo
×

শিক্ষাঙ্গন

জাবির ভর্তিচ্ছুদের জন্য ছাত্রদলের ‘শহীদ ওয়াসিম বাইক সার্ভিস’

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:১৯ পিএম

জাবির ভর্তিচ্ছুদের জন্য ছাত্রদলের ‘শহীদ ওয়াসিম বাইক সার্ভিস’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের  ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ‘শহীদ ওয়াসিম বাইক সার্ভিস’ সেবা চালু করেছে জাবি ছাত্রদল। চতুর্থ দিনের মতো আজও চালু রয়েছে এ সেবা। 

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে ছাত্রদলের পরীক্ষার্থী তথ্য সেবা কেন্দ্রের সামনে বাইক সার্ভিস দিতে দেখা যায় শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবরকে। 

রোববার থেকে বিশ্ববিদ্যালয়ে  ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা শুরু হয়। ওই দিন থেকেই বাইক সার্ভিস চালু করেন জাবি শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। 

‘শহীদ ওয়াসিম বাইক সার্ভিস’ নিয়ে জানতে চাইলে শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, আজ আমি নিজেই বাইক সার্ভিস দিয়েছি। বিশ্ববিদ্যালয়ে যানবাহন সংকট রয়েছে। এক্সিডেন্টের কারণে অটোরিকশা বন্ধ করে দেওয়া হয়েছে। পরীক্ষার্থীরা যাতে সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে গিয়ে ভালোভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে এটাই আমাদের মূল লক্ষ্য। 

তিনি জানান, এ সার্ভিস ছাড়া ছাত্রদলের পক্ষ থেকে পরীক্ষার্থীদের জন্য কলম, স্কেল ও প্রাথমিক চিকিৎসা সেবা চালু রয়েছে । ভর্তি পরীক্ষার শেষ দিন পর্যন্ত চলবে এ কর্মসূচী। 

উল্লেখ্য, শহীদ ওয়াসিম আকরাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামে নিহত হওয়া প্রথম শহীদ ছিলেন। চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান অনুষদে স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। তার বাড়ি কক্সবাজারের পেকুয়ায়। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম