জাবিতে ‘ডি’ ইউনিটের ছাত্রীদের পরীক্ষা; আসন প্রতি লড়ছেন ২৮০ জন

জাবি প্রতিনিধি
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫৩ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার প্রথম দিন ‘ডি’ ইউনিটের অধীনে জীববিজ্ঞান অনুষদে ভর্তিচ্ছু ছাত্রীদের পরীক্ষা শেষ হয়েছে। ‘ডি’ ইউনিটে প্রতিটি আসনের বিপরীতে ২৮০ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী প্রতিযোগিতা করছেন।
রোববার ‘ডি’ ইউনিটে ভর্তিচ্ছু ছাত্রীদের ভর্তি পরীক্ষা প্রথম শিফটে সকাল ৯টা হতে শুরু হয়ে ৫ম শিফটে বিকাল ৪টা ১৫ মিনিটে শেষ হয়।
‘ডি’ ইউনিটে ছাত্রদের আসন সংখ্যা ১৫৫টি এবং ছাত্রীদের আসন সংখ্যা ১৫৫টি। সর্বমোট ৩১০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৮৬ হাজার ৭৮৮টি। সেই হিসেবে প্রতি আসনের বিপরীতে লড়ছেন ২৮০ জন ভর্তিচ্ছু৷
এছাড়া সোমবার ‘ডি’ ইউনিটের অধীনে জীববিজ্ঞান অনুষদে ৪টি শিফটে ছাত্রদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।