Logo
Logo
×

শিক্ষাঙ্গন

শাবিপ্রবি প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা

Icon

শাবি প্রতিনিধি

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০১ পিএম

শাবিপ্রবি প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে’র ২০তম কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করা হয়েছে। 

এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জুবায়েদুল হক রবিন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক মানবজমিনের প্রতিনিধি নাঈম আহমদ শুভ।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় শাবি প্রেসক্লাব কার্যালয়ে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল।

কমিটির নির্বাচিত অন্য সদস্যরা হলেন- সহসভাপতি আদনান হৃদয় (দৈনিক অধিকার), যুগ্ম সম্পাদক আব্দুর রহিম কবীর (দৈনিক জৈন্তাবার্তা), কোষাধ্যক্ষ সাগর হাসান শুভ্র (দৈনিক ইত্তেফাক), দপ্তর সম্পাদক নুর আলম (বিডিনিউজ২৪ডটকম)।

এছাড়া কার্যকরী সদস্য সৈকত মাহাবুব (দৈনিক যায়যায়দিন), মো. মোফাজ্জল হক (দৈনিক সিলেট বাণী) ও সাগর হোসেন জাহিদ (দৈনিক জাগ্রত সিলেট)।

এর আগে সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রেসক্লাব কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়।

ফলাফল ঘোষণার সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএম সরওয়ারউদ্দিন চৌধুরী, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, সহকারী অধ্যাপক ড. আব্দুল হামিদ, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. এছাক মিয়া, প্রক্টর অধ্যাপক মোখলেছুর রহমান, শাবি প্রেসক্লাবের সদ্য বিদায়ী সভাপতি নুরুল ইসলাম রুদ্র ও সাধারণ সম্পাদক হাসান নাঈম উপস্থিত ছিলেন।

ফলাফল ঘোষণা শেষে নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্যসহ বিভিন্ন ছাত্র-শিক্ষক ও কর্মকর্তারা।  

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম