Logo
Logo
×

শিক্ষাঙ্গন

লেয়ার মুরগির বিষ্ঠায় হচ্ছে উন্নতমানের কম্পোস্ট সার

Icon

বাকৃবি প্রতিনিধি

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৩ পিএম

লেয়ার মুরগির বিষ্ঠায় হচ্ছে উন্নতমানের কম্পোস্ট সার

বাংলাদেশে বাণিজ্যিকভাবে প্রায় ১১ কোটি লেয়ার মুরগি পালন করা হয়। এদের বিষ্ঠা থেকে নির্গত অ্যামোনিয়া ও অন্যান্য দূষণ উপাদান বায়ু ও পানির গুণগত মানের অবনতি ঘটাচ্ছে।

এ সমস্যা সমাধানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুবিজ্ঞান বিভাগের একদল গবেষক লেয়ার মুরগির বিষ্ঠা থেকে স্ট্রুভাইট সমৃদ্ধ এক ধরনের উন্নতমানের কম্পোস্ট তৈরি করেছেন।

গবেষণায় দেখা গেছে, এই কম্পোস্ট ব্যবহার করে পাকচং ঘাস ও ভুট্টার ফলন পূর্বের তুলনায় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

পশুবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মোখলেছুর রহমানের নেতৃত্বে গবেষক দলের অন্যরা হলেন-  অধ্যাপক ড. মাহমুদ হোসেন সুমন ও মো. মোর্শেদ হাসান মোস্তফা।

কৃষি গবেষণা ফাউন্ডেশনের অর্থায়নে ৩ বছর ধরে গবেষণা প্রকল্পটি চলমান রয়েছে। গবেষক দল লেয়ার মুরগির বিষ্ঠার সঙ্গে কাঠের গুঁড়া ও ম্যাগনেসিয়াম ক্লোরাইড মিশিয়ে এরোশনের মাধ্যমে এ বিশেষ ধরনের কম্পোস্ট তৈরি করেছেন যা স্ট্রুভাইট সমৃদ্ধ।

প্রধান গবেষক ড. মো. মোখলেছুর রহমান বলেন, আমাদের গবেষণায় দেখা গেছে- স্ট্রুভাইট সমৃদ্ধ এই কম্পোস্ট ব্যবহার করলে ভুট্টা ও পাকচং ঘাসের ফলন প্রচলিত পদ্ধতির তুলনায় বেশি হয়। স্ট্রুভাইট এক ধরনের দানাদার ফসফেট খনিজ, যা ম্যাগনেসিয়াম অ্যামোনিয়াম ফসফেটের সমন্বয়ে তৈরি। এটি মাটির উর্বরতা বাড়ানোর পাশাপাশি পরিবেশবান্ধব একটি সমাধান হতে পারে।

পিএইচডি গবেষক মো. মোর্শেদ হাসান মোস্তফা বলেন, এ কম্পোস্ট ব্যবহারের ফলে রাসায়নিক সারের ওপর নির্ভরতা কমবে। তাছাড়া মুরগির বিষ্ঠা ব্যবস্থাপনার একটি টেকসই সমাধান হতে পারে এটি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম