Logo
Logo
×

সারাদেশ

ময়মনসিংহ মেডিকেল কলেজে ছাত্রদল-শিবিরের ধাওয়া-পালটাধাওয়া

Icon

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৭ পিএম

ময়মনসিংহ মেডিকেল কলেজে ছাত্রদল-শিবিরের ধাওয়া-পালটাধাওয়া

ময়মনসিংহ মেডিকেল কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবির কর্মীদের মধ্যে ধাওয়া পালটাধাওয়ার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রোববার দুপুরে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

পুলিশ ও ক্যাম্পাস সূত্র জানা যায়, সকাল থেকেই ময়মনসিংহ মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলছিল। এ সময় নবাগত শিক্ষার্থীদের ফুল ও লিফলেট দিয়ে বরণ করে নেওয়াকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবির কর্মীদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পালটাধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি শফিকুল ইসলাম খান জানান, রোববার মেডিকেল কলেজে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভর্তি চলাকালে ফুল দিয়ে বরণ করে নেওয়াকে কেন্দ্র করে ছাত্রদল ও শিবির কর্মীদের মধ্যে ধাওয়া পালটাধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ ও কলেজ কর্তৃপক্ষের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ওসি আরও জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার নাজমুল হাসান খান জানান, এমবিবিএস প্রথম বর্ষে ভর্তি হতে আসা শিক্ষার্থীদের ফুল দেওয়াকে কেন্দ্র করে দুই দল শিক্ষার্থীর মাঝে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

অভিযোগ অস্বীকার করে ময়মনসিংহ মহানগর ছাত্রশিবিরের সভাপতি শরিফুল ইসলাম খালিদ জানান, এ ঘটনায় শিবিরের কোনো কর্মী জড়িত না। এখানে ছাত্রদলের সঙ্গে সাধারণ শিক্ষার্থী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের হাতাহাতি ও ধাওয়া পালটাধাওয়ার ঘটনা ঘটেছে।

মহানগর ছাত্রদলের সভাপতি নাইমুল করিম লুইন বলেন, নতুন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানানোকে কেন্দ্র করে ছাত্রশিবির বাধা দিয়ে এ বিশৃঙ্খলার সৃষ্টি করেছে বলে শুনেছি।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম