Logo
Logo
×

শিক্ষাঙ্গন

জাকসু সংস্কারের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৬ পিএম

জাকসু সংস্কারের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের আগে সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।

শনিবার বিকাল পৌনে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহণ চত্বর হতে মিছিলটি শুরু হয়ে নতুন রেজিস্ট্রার ভবনের সামনে এসে শেষ হয়।

এ সময়ে ‘জাকসুর সংস্কার করতে হবে করতে হবে, ফ্যাসিস্টের দোসরদের শাস্তি চাই দিতে হবে’, ‘জিয়ার সৈনিকেরা এক হও লড়াই করো’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন আবির হিরন বলেন, গত ১৫ জুলাই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর নৃশংস হামলায় জড়িত সন্ত্রাসী ছাত্রলীগ এবং এই হামলায় মদদদাতা শিক্ষক ও কর্মচারীদের হাত রক্তে রঞ্জিত। আমরা চাই না তাদের বিচার হওয়ার আগে কোনো নির্বাচন হোক। তাদের বিচার নিশ্চিত করে নির্বাচন দিতে হবে। এ দাবি মেনে না নেওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চলমান থাকবে।

সদস্য সচিব অনিক বলেন, জাকসু নির্বাচনের গুরুত্বপূর্ণ চেয়ারে যারা বসে আছেন তারা আওয়ামী লীগের দোসর। তাদের বসিয়ে রেখে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন হতে পারে না। তাছাড়া জাকসুর যে গঠনতন্ত্র রয়েছে সেটা অনেক আগের। এই গঠনতন্ত্র সংস্কার করতে হবে এবং এই কাজগুলো সম্পন্ন করে নির্বাচন দিতে হবে অন্যথায় তা মেনে নেওয়া হবে না। আজকে আমাদের দাবি মেনে নেওয়া না হলে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।

আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, জাকসুর গঠনতন্ত্র সংস্কার এবং ১৫ জুলাই শিক্ষার্থীদের ওপর হামলায় শিক্ষক, শিক্ষার্থী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা জড়িত তাদের বিচার দাবিতে আমরা একটি স্মারকলিপি প্রদান করেছিলাম। সেই দাবির আপডেট জানতে আজকে আমাদের এই বিক্ষোভ মিছিল এবং অবস্থান কর্মসূচি। আমাদের দাবিগুলো মেনে নেওয়া না হলে আমরা পরবর্তী কর্মসূচিতে যেতে বাধ্য হব।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম