Logo
Logo
×

শিক্ষাঙ্গন

সচেতনতা বাড়াতে জাবিতে পাখিমেলা

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ০৯:৩৬ পিএম

সচেতনতা বাড়াতে জাবিতে পাখিমেলা

ছবি: সংগৃহীত

পাখি সম্পর্কে গণসচেতনতা বাড়াতে প্রতিবারের মতো এবারও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পাখিমেলা হয়েছে। এটি ২৩তম পাখিমেলা।

বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সামনে শুক্রবার সকাল ১০টার দিকে মেলার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, মানুষের মনোরঞ্জন করতে গিয়ে সাজেকের মতো জায়গায় দৃশ্যমান অবকাঠামো তৈরি করা হয়েছে, এর মাধ্যমে ক্ষুদ্র-নৃগোষ্ঠীসহ অন্য বিভিন্ন প্রজাতিও বিতাড়িত হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও দৃশ্যমান অবকাঠামো তৈরির মাধ্যমে পাখির আবাসস্থল ক্ষতিগ্রস্ত হয়েছে। পাখির আবাসস্থল নিরাপদ রাখতে বিশ্ববিদ্যালয়ের সবাইকে সচেতন হতে হবে।

দিনব্যাপী পাখিমেলায় ছিল নানা আয়োজন। এর মধ্যে ছিল ছোটদের পাখিবিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কুইজ, বই-পোস্টার প্রদর্শনী, সংরক্ষিত বিভিন্ন প্রজাতির পাখি, পাখি দেখা, পাখি চেনার প্রতিযোগিতা, পাখিবিষয়ক আলোচনা। এছাড়া মেলায় বিগ বার্ড বাংলাদেশ, সায়েন্টিফিক পাবলিকেশন অ্যাওয়ার্ড, কনজারভেশন মিডিয়া অ্যাওয়ার্ড এবং স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড-২০২৫ এর পুরস্কার দেওয়া হয়।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম