ছবি: সংগৃহীত
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নতুন শ্রেণিতে ভর্তির জন্য ভর্তি ফি বন্ধসহ শিক্ষা খাতের সব অনৈতিক বাণিজ্য বন্ধের দাবি জানিয়েছে মানবিক টিম নামের একটি সংগঠন।
শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান তারা।
সংগঠনের আহবায়ক আব্দুর রহিম বাচ্চু বলেন, প্রতি বছর শিক্ষার্থীরা পাশ করার পরও একই স্কুলে ভর্তি হতে ৮-১০ হাজার টাকা লাগে। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা এমনিতেই দুর্বল। এটার কারণে আরও পিছিয়ে যাচ্ছে। এর জন্যই আমরা প্রতিবাদ করছি। এ মানববন্ধন থেকে আমরা দাবি জানাচ্ছি, শিক্ষা খাতের সব অনৈতিক বাণিজ্য বন্ধ করতে হবে।
বক্তারা বলেন, একই বিদ্যালয়ে পাশ করার পরেও ১০-১৫ হাজার টাকা কেন দিতে হবে? এটি একটি ভয়ংকর লুটপাট এবং দুর্নীতিযুক্ত কাজ। এটা বন্ধ করতে হবে। তা না হলে দেশের গরিব শিক্ষার্থীরা শিক্ষা জীবন থেকে বঞ্চিত হবে।
মানববন্ধনে আরও বক্তৃতা করেন সংগঠনটির যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন, তোফায়েল আহমেদ, মনিরুল ইসলাম বাবু প্রমুখ।