Logo
Logo
×

শিক্ষাঙ্গন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

বশেমুরবিপ্রবিতে মুছে ফেলা হয়েছে অঙ্কিত দেওয়ালচিত্র

Icon

বশেমুরবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ১০:১৬ পিএম

বশেমুরবিপ্রবিতে মুছে ফেলা হয়েছে অঙ্কিত দেওয়ালচিত্র

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) প্রধান ফটক থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে অঙ্কিত সব দেওয়াল চিত্র মুছে ফেলা হয়েছে।

সোমবার বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে ওই ফটকে থাকা এসব দেওয়াল চিত্র পুরোপুরি নিশ্চিহ্ন করা হয়। এতে বিরূপ প্রতিক্রিয়া ও ক্ষোভ জানিয়েছেন আন্দোলনের অংশ নেওয়া শিক্ষার্থীরা। 

বিষয়টি তাদের দৃষ্টিগোচরে এলে ফটকটির সামনে তাদের দলবদ্ধ হয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। তাদের দাবি, এ বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে থাকা শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের কোনো কার্যত বিচারের আগেই আমাদের স্মৃতি মুছে ফেলা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে এমন আচরণ আমরা কামনা করিনি। পরে ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলেন। 

এ বিষয়ে প্রক্টর ড. আরিফুজ্জামান রাজিব বলেন, আসলে প্রধান ফটকটি নির্মাণাধীন। নির্মাণের স্বার্থে বিশ্ববিদ্যালয় প্রশাসন ওই লেখাগুলো মুছে ফেলার নির্দেশ দেয়।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম