Logo
Logo
×

শিক্ষাঙ্গন

পরিবর্তন হচ্ছে শাবিপ্রবির ভর্তি পরীক্ষার তারিখ

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ১০:০০ পিএম

পরিবর্তন হচ্ছে শাবিপ্রবির ভর্তি পরীক্ষার তারিখ

ছবি: সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন হতে পারে। এমন তথ্য ভর্তি কমিটির। তিনটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ২২ ফেব্রুয়ারিতে হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএম সরওয়ারউদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

শাবি ভিসির সচিবালয় সূত্র জানায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমাদের ভর্তি পরীক্ষার তারিখ মিলে গেছে। যে কারণে ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করার জন্য চেষ্টা চলছে।

ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, ৭ ডিসেম্বর গুচ্ছভর্তি পরীক্ষা পদ্ধতি থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নেয় শাবিপ্রবি প্রশাসন। এতে ২০২৫ সালের ২২ ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় একাডেমিক কাউন্সিল।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম