স্ট্যামফোর্ডে হয়ে গেল ক্লাব, সেলফ, স্পিচ প্রতিযোগিতা

যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ১০:১৪ পিএম

স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ক্লাব, সেলফ, স্পিচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অডিটোরিয়ামে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) চূড়ান্ত পর্ব এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিভাগের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে তিন পর্বের বাছাই শেষে ১০ জন নিয়ে চূড়ান্ত পর্ব আয়োজন করে সেলফ। বর্তমানে অধ্যয়নরত বিভিন্ন ব্যাচের ৩০ জন শিক্ষার্থীর মধ্য থেকে বিভাগের শিক্ষকমণ্ডলী সেরা ১০ জনকে চূড়ান্ত পর্বের জন্য বাছাই করেন।
চূড়ান্ত পর্বের বিচারিক দায়িত্বের জন্য তিনজন অতিথি বিচারক আমন্ত্রিত হন; যার মধ্যে দুজন ছিল বিভাগের সাবেক শিক্ষার্থী এবং এখন তারা স্ব স্ব কাজের ক্ষেত্রে সফল।
মূল অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন বিভাগের বর্তমান সভাপতি ড. সায়মা আরজু।
বিভাগের শিক্ষকমণ্ডলী এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে শেষপর্বে বিচারকমণ্ডলীর সামনে একে একে উপস্থিত হন দশজন প্রতিযোগী। করতালির মাধ্যমে প্রথমস্থান অধিকারী ফারজানা হক তান্না, দ্বিতীয় মালিহা আক্তার এবং যৌথভাবে তৃতীয় স্থান অধিকারী সানজিদা আক্তার লিয়ানা, সানজিদা আক্তার রত্নাকে অভিনন্দন জানান শিক্ষার্থীরা।
চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে প্রশংসাপত্র এবং উপহার হিসেবে বই তুলে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ আব্দুল মতিন।
পুরস্কার বিতরণী শেষে সমাপনী ভাষণের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করেন ক্লাবের কনভেনর মিনহাজুল আবেদীন।