আরিফ সোহেলের উপর হামলার প্রতিবাদে জাবিতে মশাল মিছিল
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
জাবি প্রতিনিধি
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৫ এএম
![আরিফ সোহেলের উপর হামলার প্রতিবাদে জাবিতে মশাল মিছিল](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/12/10/গুমে-জড়িত-(6)-67577eb654aa3.jpg)
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্য সচিব আরিফ সোহেলসহ অন্যান্যদের উপর নৃশংস হামলার প্রতিবাদে ও বিচারের দাবিতে মশাল মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।
সোমবার (৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বটতলা এসে শেষ হয়। মিছিল শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরান শাহরিয়ারের সঞ্চালনায় বক্তারা বক্তব্য রাখেন। এসময় বক্তারা অবিলম্বে জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে বিচার নিশ্চিতের দাবি জানান।
সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন জুলাই গণহত্যার বিচার নিয়ে তালবাহানা করছে। হামলাকারী শিক্ষক অনলাইনে ক্লাস নিচ্ছে। হামকারীরা প্রকাশ্যে ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছে। কেন্দ্রীয় সদস্য সচিব আরিফ সোহেল ভাইয়ের উপর যে হামলার ঘটনা ঘটেছে পুলিশ তাকে ছিনতাই বলেছে। কিন্তু আমরা বলতে চাই এটি পরিকল্পিত হামলা। যারা রাষ্ট্র সংস্কারে কাজ করছে তাদের ওপর হামলা আমরা কোনোভাবেই মেনে নিব না।
জাহাঙ্গীরনগর সংস্কার আন্দোলনের আহ্বায়ক ইয়াহিয়া জিসান বলেন, আমরা লক্ষ্য করছি আমাদের চারপাশে কীভাবে ফ্যাসিস্টরা মাথাচাড়া দিয়ে উঠছে। যে-সব প্রশাসনের লোক আমাদের ভাইদের আহত করেছে, শহীদ করেছে তারা এখনো কীভাবে প্রশাসনে থাকে? তাদেরকে কেবল বদলি করা হয়েছে। খুনের শাস্তি কী বদলি হতে পারে।
সমাপনী বক্তব্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব তৌহিদ সিয়াম বলেন, আরিফ সোহেলর ওপর হামলা এবং আয়ানকে হুমকি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। এগুলো একই সূত্রে গাঁথা। এর কারণ হলো গণঅভ্যুত্থানের চারমাস পেরিয়ে গেলেও ফ্যাস্টিস ও তার দোসরদের বিচারের মুখোমুখি না করা। বিভিন্নভাবে আওয়ামী লীগের পুনর্বাসন হচ্ছে। অবিলম্বে সারাদেশে যৌথবাহিনীর সাঁড়াশি অভিযানের মাধ্যমে আওয়ামী ফ্যাসিস্টের দোসরদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। ফ্যাসিস্টের সুবিধাভোগী সবাইকে বিচারের আওতায় আনতে হবে।