Logo
Logo
×

শিক্ষাঙ্গন

বাকৃবিতে ভর্তি প্রক্রিয়া সহজ করতে অ্যাডমিশন রোডম্যাপ অ্যাপস

Icon

বাকৃবি প্রতিনিধি

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪, ০৯:০৬ পিএম

বাকৃবিতে ভর্তি প্রক্রিয়া সহজ করতে অ্যাডমিশন রোডম্যাপ অ্যাপস

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০২৪-২৫ শিক্ষা বর্ষের ভর্তি প্রক্রিয়া সহজ করতে তৈরি করেছে 'অ্যাডমিশন রোডম্যাপ' নামক একটি অ্যাপ। আ্যাপটির (bie.bau.edu.bd/arm) লিংকটিতে ক্লিক করলেই ভর্তি প্রক্রিয়ায় সার্বিক সহযোগিতা প্রদান করবে অ্যাপটি।

বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান এবং গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মেছবাহ উদ্দিনের তত্ত্বাবধানে বায়োইন ফর মেটিক্স ডিপার্টমেন্টে অধ্যয়নরত তৃতীয় বর্ষের অনিক হাওলাদার, দ্বিতীয় বর্ষের মো. ইশমামুল হক  ও ১ম বর্ষের মো. আসিফুজ্জামান  ওই আ্যাপটি তৈরি করেছেন।

রোববার বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অফিসের সম্মেলন কক্ষে অ্যাপটি উন্মোচন করা হয়। 

সহযোগী অধ্যাপক মেছবাহ উদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়ায় সার্বিক সহযোগিতা প্রদান করবে অ্যাপটি। অ্যাপটিতে রয়েছে ছয়টি ধাপ। প্রথম ধাপে রক্ত পরীক্ষা, দ্বিতীয় ধাপে স্বাস্থ্য পরীক্ষা, তৃতীয় ধাপে অনুষদ অনুসন্ধান, চতুর্থ ধাপে হল বণ্টন, পঞ্চম ধাপে রেজিস্ট্রার অফিসে ভর্তি নিশ্চিতকরণ ও ষষ্ঠ ধাপে পূবালী ব্যাংকে ভর্তি অর্থ প্রদান করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও ম্যাপ সহায়তা আ্যাপটি প্রদান করবে।

আ্যাপটি সম্পর্কে অনুষদীয় ডিন অধ্যাপক ড. মো. জয়নাল আবেদীন বলেন, ৯ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। ছয়টি ধাপে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। অ্যাপসটি নবীন শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া অনেক সহজ করবে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম