সেই রিকশাচালককে গ্রেফতারের দাবিতে মশাল মিছিল
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
জাবি প্রতিনিধি
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪, ০৬:৩০ এএম
![সেই রিকশাচালককে গ্রেফতারের দাবিতে মশাল মিছিল](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/11/22/r-673fd0ab8c289.jpg)
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আফসানা করিম রাচির মৃত্যুর ঘটনায় ঘাতক রিকশা চালককে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবিতে মশাল মিছিল করেছে প্রথম বর্ষের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারের পাদদেশ থেকে মশাল মিছিল বের করেন তারা। মিছিলটি বটতলা এলাকা ঘুরে পুনরায় শহিদ মিনারের পাদদেশে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে শিক্ষার্থীরা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রিকশা চালককে গ্রেফতারের দাবি জানায়। গ্রেফতারে ব্যর্থ হলে রোববার থেকে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।
রাচির সহপাঠী জান্নাতুননিসা মিম বলেন, রাচির খুনিকে আইনের আওতায় নেওয়া না পর্যন্ত আমরা ক্লাসে ফিরব না। হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না করা হলে প্রয়োজনে আমার প্রাতিষ্ঠানিক সকল কার্যক্রম বন্ধ করে দিব।
ইংরেজি বিভাগের ৫৩ ব্যাচের শিক্ষার্থী মোহাম্মাদ আলী চিশতি বলেন, আমরা মনে করি এটা একটি কাঠামোগত হত্যাকাণ্ড। ফ্যাসিস্ট আমলে যে অনিয়মগুলো ছিল সেই অনিয়ম বহাল থাকার কারণে আমাদের বোন হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আমরা একমাসও হয়নি ক্যাম্পাসে এসেছি। এই বৃহস্পতিবারে তার বাসায় যাওয়ার কথা ছিল কিন্তু তার মা-বাবা যে তার লাশ পাবে তারা সেটা কল্পনাও করেনি।
তিনি আরও বলেন, আমাদের বন্ধু হত্যার পর আমরা ১১ দফা দাবি জানিয়েছিলাম। আমাদের প্রথম দাবি ছিল খুনি রিকশা চালককে গ্রেফতার করতে হবে। কিন্তু এখনও পর্যন্ত আমরা কোন কার্যকর পদক্ষেপ দেখি নাই। ৪৮ ঘণ্টা পার হয়ে গেলেও পুলিশ এখনো তদন্ত করতে ক্যাম্পাসে আসেনি
উল্লেখ্য, গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি ব্যাটারিচালিত দ্রুতগামী রিকশার ধাক্কায় মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আফসানা করিম রাচি গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে ও পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসাপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।