Logo
Logo
×

শিক্ষাঙ্গন

জাবিতে সাবেক প্রক্টর আলমগীর কবীরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ০৩:৪৭ এএম

জাবিতে সাবেক প্রক্টর আলমগীর কবীরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক প্রক্টর আলমগীর কবীরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবন থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বটতলায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় শিক্ষার্থীদের ‘আলমগীর কবীরের দুই গালে, জুতা মারো তালে তালে; আওয়ামী লীগের দালালেরা, হুশিয়ার সাবধান; ফিরোজের দুই গালে, জুতা মারো তালে তালে; মেহেদী ইকবালের দুই গালে, জুতা মারো তালে তালে; ইখতিয়ারের দুই গালে, জুতা মারো তালে তালে; ফ্যাসিবাদের আস্তানা, ভেঙে দাও গুড়িয়ে দাও; ফ্যাসিবাদের দালালেরা, হুশিয়ার সাবধান’ সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে ৪৮তম ব্যাচের শিক্ষার্থী জোবায়ের শাবাব বলেন, শিক্ষার্থীদের উপর হামলার মদদদাতা কোনো শিক্ষক যদি ক্যাম্পাসে প্রবেশ করে তাদের বিরুদ্ধে আমরা কঠোর থেকে কঠোর হব।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উদ্দেশ্যে হুশিয়ারি দিয়ে বলতে চাই, যদি হামলার মদদদাতাদের পুনর্বাসিত করতে চান শিক্ষার্থীরা আপনাদের বিরুদ্ধে দাঁড়াবে। অভিযুক্ত শিক্ষকরা যদি মবের শিকার হয় এর দায়ভার শিক্ষার্থীরা নিবে না। আমাদের দাবিকে সাধারণভাবে নেওয়ার কোনো কারণ নাই। প্রয়োজনে হামালার মদদদাতা শিক্ষদের জুতার মালা গলায় পড়িয়ে ক্যাম্পাস ছাড়া করব।

জুলাই বিপ্লবের আহতরা এখনো হাসপাতালের বেডে ক্ষত বয়ে বেড়াচ্ছে। আর হামলায় মদদদাতা শিক্ষকরা কিভাবে ক্যাম্পাসে ঘুরে বেড়ায়? বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের পুনর্বাসন করার চেষ্টা করছে। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, প্রশাসন যদি হামলায় মদদদাতা শিক্ষকদের পক্ষ নেয়, তাহলে আমরা এই প্রশাসনের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলব।

উল্লেখ্য, গত ১৫ জুলাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলায় মদদ দেয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক আলমগীর কবিরের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করেছে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এক শিক্ষার্থী।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম