বিপ্লবী ছাত্র পরিষদ
গণতান্ত্রিক সহাবস্থান বজায় রাখতে সাংবাদিকদের সহায়তা কামনা
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ১১:৫৩ পিএম
ছবি: যুগান্তর
আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে অর্জিত গণতান্ত্রিক সহাবস্থান ও সম্প্রীতি বজায় রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছে বিপ্লবী ছাত্র পরিষদ।
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নতুন কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এ আহ্বান জানানো হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে সমিতির নব নির্বাচিত সভাপতি মহিউদ্দীন মোজাহিদ (মাহি) ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেনসহ অন্য সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ।
এ সময় বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় আহবায়ক আবদুল ওয়াহেদ ও সদস্য সচিব ফজলুর রহমান, ঢাবি শাখার আহবায়ক সানোয়ার খাতুন, সদস্য সচিব মুহিব মুশফিক খান, সহকারী সদস্য সচিব মো. শোয়াইব ও সদস্য আন্দালিভ ইয়াসিন প্রমুখ উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে বিপ্লবী ছাত্র পরিষদের আহবায়ক আবদুল ওয়াহেদ বলেন, আগস্ট বিপ্লবের পর গণতন্ত্রপন্থি সব দলমতের শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে সহাবস্থান করছে। এই গণতান্ত্রিক পরিবেশকে অক্ষুণ্ণ রাখতে বিশ্ববিদ্যালয় সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ ভূমিকা অব্যাহত রাখতে ছাত্র সমাজ সাংবাদিক সমিতির নেতৃবৃন্দের সহযোগিতা প্রত্যাশা করে।