Logo
Logo
×

শিক্ষাঙ্গন

ছাত্রলীগ নেতাদের গ্রেফতারের দাবিতে রাবিতে মিছিল

Icon

রাবি প্রতিনিধি

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ১০:১৭ পিএম

ছাত্রলীগ নেতাদের গ্রেফতারের দাবিতে রাবিতে মিছিল

আওয়ামী লীগ সরকারের আমলে বিগত ১৫ বছরে শিক্ষার্থীদের ওপর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হামলার ঘটনায় দায়েরকৃত সব মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। 

রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার থেকে একটি মিছিল বের করেন নেতাকর্মীরা। পরে মিছিলটি ক্যাম্পাসের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্যারিস রোডে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

মিছিলে ছাত্রদলের নেতাকর্মীরা ‘হৈ হৈ রৈ রৈ, ছাত্রলীগ গেলি কই’, ‘হৈ হৈ রৈ রৈ, শেখ হাসিনা গেলি কই’, ‘ছাত্রলীগের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘জিয়ার সৈনিক, এক হও লড়াই করো' ইত্যাদি স্লোগান দেয়।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহি। তিনি বলেন, ‘বিগত সময়ে ক্যাম্পাসগুলোতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের ওপর নানাভাবে নির্যাতন, আসন দখল ও চাঁদাবাজি করেছে। শেখ হাসিনা সরকার দেশ থেকে পালিয়ে গেলেও তার দোসরেরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে; কিন্তু এই অন্তবর্তীকালীন সরকার এ ব্যাপারে কোনো কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না। অনতিবিলম্বে এই সন্ত্রাসী খুনিদের গ্রেফতার করতে হবে। খুনি হাসিনার কোনো দোসরকে আমরা ক্যাম্পাসে ও এই দেশে রাখবো না। ছাত্রদলের কোনো নেতাকর্মী যদি আপনাদের ধরতে পারে তাহলে মালিশের অভাব হবে না। ফ্যাসিস্ট শেখ হাসিনার সব ষড়যন্ত্র লুটিয়ে দেওয়া হবে।’

অন্তর্বর্তীকালীন সরকারকে শিগগিরই নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিদের কাছে দায়িত্ব হস্তান্তরের দাবিও জানান তিনি।

সমাবেশটি সঞ্চালনা করেন শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশেদ আলী সরদার। এ সময় শাখা ছাত্রদলের অন্তত শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম