চবিতে ডিবেট ও পাবলিক স্পিকিং ওয়ার্কশপ অনুষ্ঠিত
চবি প্রতিনিধি
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ১২:০৮ পিএম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (সিইউডিএস) উদ্যোগে ২৯তম ডিবেট ও পাবলিক স্পিকিং ওয়ার্কশপের সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের মিলনায়তনে আয়োজিত হয় এ অনুষ্ঠান। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।
সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবির উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক এসএম নাছরুল কদির, সিইউডিএস-এর মডারেটর অধ্যাপক এবিএম আবু নোমান ও মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাভেদ হোসেন।
বিশ্ববিদ্যালয়ে আসা শিক্ষার্থীদের বিতর্কের সঙ্গে পরিচয় করানো এবং আদর্শ বিতার্কিক ও বক্তা হিসেবে গড়ে তোলার উদ্দেশে অনুষ্ঠিত এই ওয়ার্কশপে পাবলিক স্পিকিং, নোভিস ডিবেট বাংলা এবং নোভিস ডিবেট ইংরেজি– এই ৩ পর্বে মোট ৭ শতাধিক অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয়ে অনেকে আসে আর্নিংয়ের জন্য, অনেকে আসে লার্নিংয়ের জন্য। লার্নিংয়ের মধ্যেই আর্নিং আছে। সিইউডিএস লার্নিংয়ের কাজটাই করে যাচ্ছে।
চবি উপ-উপাচার্য অধ্যাপক ড. শামীম উদ্দিন খান বলেন, পৃথিবীর বড় বড় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সামাজিক কার্যক্রম মূল্যায়ন করা হয়। আগামীতে আমাদের পরীক্ষার মূল্যায়নের ক্ষেত্রেও এই বিষয়টি সংযোজনের পরিকল্পনা করছি আমরা।