Logo
Logo
×

শিক্ষাঙ্গন

ঢাবিতে আবু বকর হত্যার বিচারের দাবিতে উপাচার্যকে স্মারকলিপি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৪, ০৬:৪৬ পিএম

ঢাবিতে আবু বকর হত্যার বিচারের দাবিতে উপাচার্যকে স্মারকলিপি

২০১০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এ এফ রহমান হলে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আবু বকর নামক এক শিক্ষার্থীর মাথায় গুলি করে হত্যার বিচার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

বৃহস্পতিবার বেলা আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য লাউঞ্জে অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের হাতে এ স্মারকলিপি তুলে দেন সংগঠনটির নেতাকর্মীরা।

এ সময় ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মোহাম্মদ সানাউল্লাহ হক ও সদস্য সচিব রাকিবুল ইসলামসহ শাখাটির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১০ সালের ১লা ফেব্রুয়ারি মধ্যরাতে স্যার এফ রহমান হলে ছাত্রলীগের দুই গ্রুপের গোলাগুলিতে মাথায় গুলিবিদ্ধ হয়ে আবু বকর নামক একজন শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু ঘটে। এ ঘটনা আমাদের সকলকে গভীরভাবে ব্যথিত ও উদ্বিগ্ন করে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই ধরনের সহিংসতা ও হত্যাকাণ্ড মোটেও গ্রহণযোগ্য নয়।

ছাত্র অধিকার পরিষদ স্মারকলিপিতে পাঁচ দফা দাবি জানায়। দাবিগুলো হলো- আবু বকর হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল অপরাধীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। যেসব দোষীকে অন্যায়ভাবে মুক্তি দেওয়া হয়েছিল তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া পুনরায় শুরু করে সুষ্ঠু বিচার নিশ্চিত করা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করতে হবে; মরহুম আবু বকরের পরিবারকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে উপযুক্ত এককালীন আর্থিক সহায়তা প্রদান করতে হবে; আবু বকরের স্মৃতি রক্ষার্থে তার নামাঙ্কিত একটি ছাত্রাবাস নির্মাণের উদ্যোগ গ্রহণ করতে হবে; ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের হাতে নির্যাতিত প্রতিটা ঘটনার তদন্তসাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে; ভবিষ্যতে কোনো রাজনৈতিক সংগঠনের হাতে নির্যাতনের শিকার হওয়া প্রতিটি ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে দ্রুত ও কার্যকর আইনি ব্যবস্থা গ্রহণ করতে উদ্যোগ নিতে হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম