Logo
Logo
×

শিক্ষাঙ্গন

জাবি উপাচার্যের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৪, ০৯:৫৩ পিএম

জাবি উপাচার্যের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার দুপুরে উপাচার্য কার‌্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সৌজন্য সাক্ষাৎকালে পাকিস্তানের হাইকমিশনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা সম্পর্কে জানার আগ্রহ ব্যক্ত করেন।

বাংলাদেশ ও পাকিস্তান দুই ভ্রাতৃপ্রতিম দেশ শিক্ষা ও গবেষণায় পরস্পরকে সহযোগিতা করতে পারে বলে জানান উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। এ সময় তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার তথ্য তুলে ধরেন। উপাচার্য দুই দেশের শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক প্রতিনিধি দলের দ্বিপাক্ষিক সফরের ওপর গুরুত্বারোপ করেন।

পাকিস্তানের হাইকমিশনার জানান, ২০২৫ সালের প্রথম দিকে বাংলাদেশের একটি শিক্ষার্থী প্রতিনিধি দল পাকিস্তান সফর করবে। সেই প্রতিনিধি দলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর অংশগ্রহণের সুযোগ রয়েছে। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মসজিদের ভৌত অবকাঠামোগত উন্নয়নে সহযোগিতার ইচ্ছা প্রকাশ করেন এবং পাকিস্তানের শিক্ষা ও গবেষণার বিষয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি সেমিনার আয়োজনের আগ্রহ ব্যক্ত করেন। পাকিস্তান হাইকমিশনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক চুক্তি এবং দ্বিপাক্ষিক শিক্ষা-গবেষণার সম্ভাবনার বিষয় তুলে ধরেন।

সৌজন্য সাক্ষাৎকালে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এবিএম আজিজুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. একেএম রাশিদুল আলম উপস্থিত ছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম