Logo
Logo
×

শিক্ষাঙ্গন

হাবিপ্রবির নতুন ভাইস চ্যান্সেলর প্রফেসর এনামুল্লাহ

Icon

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৪, ১০:১৮ পিএম

হাবিপ্রবির নতুন ভাইস চ্যান্সেলর প্রফেসর এনামুল্লাহ

প্রায় আড়াই মাস পর পূর্ণাঙ্গ ভাইস চ্যান্সেলর পেল দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)।

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে হাবিপ্রবির নতুন ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর এম এনামুল্লাহ। সোমবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব রোখছানা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। 

নতুন নিয়োগপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর এম এনামুল্লাহর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্বে ছিলেন। 

নিয়োগের দিন থেকে আগামী ৪ বছরের জন্য ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করাসহ কয়েকটি শর্তের কথাও উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে। প্রফেসর এম এনামুল্লাহ ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার বাসিন্দা।

এর আগে গত ৫ আগস্ট সরকার পতনের পরে ছাত্র আন্দোলনের তোপের মুখে ক্যাম্পাস ত্যাগ করেন সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম কামরুজ্জামান। পরে ৯ আগস্ট ঢাকায় বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যক্তিগত কারণ দেখিয়ে চ্যান্সেলর রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। 

৫ আগস্ট থেকে ১৫ আগস্ট বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রারসহ প্রশাসনিক দায়িত্বে থাকা সবাই পদত্যাগ করলে রীতিমতো প্রশাসনশূন্য হয়ে পড়ে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। 

অচলাবস্থা দূরীকরণে গত ২৯ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার জন্য নিয়মিত ভাইস চ্যান্সেলর নিয়োগ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ডিন কাউন্সিল ও বিভাগীয় চেয়ারম্যানদের সঙ্গে আলোচনা করে একজন জ্যেষ্ঠ অধ্যাপককে দিয়ে সাময়িকভাবে জরুরি প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালনের ব্যবস্থা নিতে বলা হয়।

পত্র প্রাপ্তির ৫ দিন পরে অর্থাৎ ৩ সেপ্টেম্বর হাবিপ্রবির অধ্যাপক প্রফেসর ড. হাসান ফুয়াদ এলতাজ সেই দায়িত্ব পান। অচলাবস্থার অবসান ঘটিয়ে তিনি বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে নিয়ে আসেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম