Logo
Logo
×

শিক্ষাঙ্গন

রাবির নতুন দুই প্রো-ভিসি হলেন ড. মাঈন উদ্দিন ও ড. ফরিদ উদ্দিন

Icon

রাবি প্রতিনিধি

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৪, ১০:০৫ পিএম

রাবির নতুন দুই প্রো-ভিসি হলেন ড. মাঈন উদ্দিন ও ড. ফরিদ উদ্দিন

মোহাম্মদ মাঈন উদ্দীন ও ফরিদ উদ্দিন খান। ছবি: যুগান্তর

প্রায় আড়াই মাস পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুজন উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়টির অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন খান (শিক্ষা) এবং হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দিন (প্রশাসন) উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন। এছাড়া ফিন্যান্স বিভাগের অধ্যাপক (অবসরপ্রাপ্ত) মো. মতিয়ার রহমান কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন। 

সোমবার বিকালে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত পৃথক তিনটি প্রজ্ঞাপনে তাদের নিয়োগ দেওয়া হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩ এর ১৩(১) ধারা অনুযায়ী অধ্যাপক ফরিদ উদ্দিন খানকে উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) পদে এবং অধ্যাপক  মোহাম্মদ মাঈন উদ্দীনকে উপ-উপাচার্য (প্রশাসন) পদে নিম্নোক্ত শর্তে নিয়োগ প্রদান করা হলো।

দুটি পৃথক প্রজ্ঞাপনে পাঁচটি শর্তে অধ্যাপক ফরিদ উদ্দিন খান ও অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দিনকে উপ-উপাচার্য হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, তাদের নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে চার বছর হবে। উপযুক্ত পদে তারা বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি পাবেন। বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ও ভাইস চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। একই শর্ত দেওয়া হয়েছে কোষাধ্যক্ষ নিয়োগের প্রজ্ঞাপনেও। 

প্রসঙ্গত, গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর ৮ আগস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক হুমায়ুন কবীর পদত্যাগ করেন।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম