Logo
Logo
×

শিক্ষাঙ্গন

ঢাকা-আরিচা মহাসড়ক

ছিনতাইয়ের শিকার জাবি শিক্ষার্থী ছুরিকাঘাতে আহত

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৪, ০৯:৪৫ পিএম

ছিনতাইয়ের শিকার জাবি শিক্ষার্থী ছুরিকাঘাতে আহত

টিউশন থেকে ফেরার পথে ছিনতাইকারীদের কবলে পড়ে গুরুতর আহত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থী। শনিবার ঢাকা-আরিচা মহাসড়কসংলগ্ন সিএন্ডবি থেকে মীর মোশারফ হোসেন হল গেটসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী রাসেল হোসাইন বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ৫০ ব্যাচের (২০২০-২১) শিক্ষার্থী।

জানা যায়, শনিবার রাত ৮টার কিছু আগে কলমা এলাকা থেকে টিউশন থেকে ফিরছিলেন রাসেল। হলের গেটে পৌঁছামাত্র কয়েক গজ দূরে থাকাকালীন রাস্তার বিপরীত পাশ থেকে ছিনতাইকারীরা তার পথরোধ করে। এসময় তার সঙ্গে থাকা টিউশনির ৯ হাজার টাকা এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা। যাওয়ার সময় ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে মারাÍকভাবে জখম করে রেখে পালিয়ে যায়। সেখানে প্রায় ১৫ মিনিটের মতো অপেক্ষা করে কাউকে না পেয়ে তিনি রিকশায় চড়ে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে আসেন।

আহত রাসেল কোমরের ডান পাশে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছেন এবং আঘাতের স্থানে তিনটি সেলাই দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের ডাক্তার রিফাত। পরে উন্নত চিকিৎসার জন্য রাসেলকে সাভারের একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ, প্রক্টর অধ্যাপক একেএম রাশিদুল আলম, রবীন্দ্রনাথ হলের প্রভোস্ট অধ্যাপক মুহাম্মদ শফিকুল ইসলাম, নিরাপত্তা কর্মকর্তা জেফরুল হাসান চৌধুরী সজল সেখানে উপস্থিত হন।

এদিকে, এ ঘটনার পর মীর মোশারফ হোসেন হল ফটকের নিরাপত্তা জোরদার ও শিক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম