Logo
Logo
×

শিক্ষাঙ্গন

ফল পুনর্মূল্যায়নের দাবি

জাবিতে আইনের শিক্ষার্থীদের ভবন অবরোধ

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৪, ১০:৪৮ পিএম

জাবিতে আইনের শিক্ষার্থীদের ভবন অবরোধ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আইন অনুষদের জন্য পৃথক অনুষদ ভবন বরাদ্দ ও আগের সভাপতির দ্বারা তৈরিকৃত পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের দাবিতে মঙ্গলবার প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

একই দাবিতে, এক সপ্তাহ আগে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছিলেন তারা। এ সময় বেঁধে দেওয়া সময় পেরিয়ে যাওয়ায় অবরোধের ডাক দেওয়া হয়।

বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী আরশাদুল হক বলেন, আমরা প্রায় ২ মাস যাবৎ যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করে আসছি। প্রশাসনের সাথে এ নিয়ে আমরা বেশ কয়েকবার মিটিং করেছি কিন্তু তারা সময় পেরিয়ে গেলেও কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। তাই আজকে এখানে অবরোধ করেছি।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো- সহযোগী অধ্যাপক তাপস কুমার দাস এবং সহযোগী অধ্যাপক সুপ্রভাত পালকে চাকরি থেকে অব্যাহতি; আইন অনুষদের নিজস্ব অধ্যাদেশ বাতিল; ২০২১ সাল হতে অনুষ্ঠিত বর্তমান সব পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন; শিক্ষক নিয়োগে স্বজনপ্রীতি বন্ধ ও আইন অনুষদের জন্য পুরাতন ফজিলাতুন্নেসা হল বরাদ্দ দেওয়া।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম