জাবির অধ্যাপকের বিরুদ্ধে আনা অভিযোগ তদন্তে কমিটি
জাবি প্রতিনিধি
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৫ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে বিভাগের শিক্ষার্থী কর্তৃক আনা অভিযোগ তদন্তে পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এবিএম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে একই বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী কর্তৃক হয়রানি ও নিগ্রহের অভিযোগ তদন্ত করে সত্যতা নিরূপণের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা অধ্যাদেশের ধারা ৫ এর (ক) (১) অনুযায়ী একটি প্রাথমিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে আহবায়ক হিসেবে রয়েছেন আইবিএর অধ্যাপক আইরীন আক্তার পরিচালক। সদস্য হিসেবে রয়েছেন- প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক বুলবুল আহমেদ, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক বদরুন্নাহার ও মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. কাশেদুল ওহাব তুহিন। কমিটিতে সদস্য সচিব হিসেবে আছেন প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. তাসলিমা নাহার।
এছাড়া অফিস আদেশে গঠিত কমিটিকে আগামী ১৫ কর্মদিবসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন প্রদানের অনুরোধ করা হয়েছে।