Logo
Logo
×

শিক্ষাঙ্গন

চবির দুই হলে তল্লাশি, রামদা-মদের বোতল উদ্ধার

Icon

চবি প্রতিনিধি

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫১ পিএম

চবির দুই হলে তল্লাশি, রামদা-মদের বোতল উদ্ধার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই আবাসিক হলে তল্লাশি চালিয়েছে কর্তৃপক্ষ। সোমবার সকালে শহীদ আবদুর রব হল ও দুপুরে শাহজালাল হলে প্রক্টরিয়াল বডি ও হল প্রভোস্টরা এ অভিযান চালান। 

দুই হল থেকে প্রায় ৩০টি রামদা, ২০টি খালি মদের বোতল ছাড়াও রড, হেলমেট, লাঠিসোটা ও মাদক গ্রহণের সরঞ্জাম উদ্ধার হয়েছে। উদ্ধারকৃত মালামালগুলো নিরাপত্তা দপ্তরের জিম্মায় রয়েছে।

চবি প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, আগামী ৬ অক্টোবর বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা শুরু হবে। এর আগেই ক্যাম্পাসকে নিরাপদ করার উদ্দেশে আমাদের নিয়মিত টহল ও অভিযান কার্যক্রম চলমান রয়েছে। এর অংশ হিসেবে এই হল দুটিতে তল্লাশি করা হয়েছে। পরবর্তীতে অন্য হলগুলোতেও তল্লাশি হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম