Logo
Logo
×

শিক্ষাঙ্গন

ঢাবিতে নিপীড়ন ও হয়রানি বন্ধে কমিটি গঠন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৩ পিএম

ঢাবিতে নিপীড়ন ও হয়রানি বন্ধে কমিটি গঠন

নিপীড়ন ও হয়রানি বন্ধ করতে কমিটি গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন। ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। 

ঢাবি প্রশাসনের ফেসবুক পেইজ ডিইউ অ্যাডমিনিস্ট্রেশনে এক পোস্টে বলা হয়, গণঅভ্যুত্থান পরবর্তী বৈষম্যবিরোধী চেতনার প্রেক্ষাপটে অংশীজনদের পক্ষ থেকে নিপীড়ন ও হয়রানি প্রতিরোধের ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করা হচ্ছে। নিপীড়ন ও হয়রানি নিরসনের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রচলিত কার্যক্রম ও নীতিমালা খতিয়ে দেখা, অধিকতর কার্যকর করা এবং সংশ্লিষ্ট কার্যক্রম ও নীতিমালা পর্যালোচনা করার জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের নির্দেশনা অনুযায়ী পাঁচ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

ওই পোস্টে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা এই কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। 

কমিটির অন্য সদস্যগণ হলেন- গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. গীতি আরা নাসরীন, উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আয়েশা বানু, উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. শুচিতা শরমিন এবং আইন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম