Logo
Logo
×

শিক্ষাঙ্গন

আইন ও ন্যায্যতার ভিত্তিতেই পরিচালিত হবে জবি: উপাচার্য

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৫ পিএম

আইন ও ন্যায্যতার ভিত্তিতেই পরিচালিত হবে জবি: উপাচার্য

আইন ও ন্যায্যতার ভিত্তিতেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) পরিচালিত হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। বৃহস্পতিবার নিজ কর্মস্থলে যোগদান করে তিনি এ কথা বলেন।

উপাচার্য বলেন, আমি নিশ্চয়তা দিচ্ছি সকলকে, ইচ্ছাকৃত কোন অন্যায্য কাজ করবো না। তবে মানুষ হিসেবে ভুল ত্রুটি হতে পারে। কিন্তু আমার কাছে এসে ভুলত্রুটি ধরিয়ে দিবেন। আমি নিজেকে সংশোধন করিয়ে নিবো। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষকদের থেকে উপাচার্য নিয়োগের জন্য বিগত একমাস যাবত যারা নিরলসভাবে প্রচেষ্টা চালিয়েছেন, তাদের ধন্যবাদ জানাই।

উপাচার্য আরও বলেন, আমাদের সকল কাজের মূল হল ছাত্র-ছাত্রী। তাই সকল কিছুর উর্ধ্বে আমরা শিক্ষার্থীদের স্বার্থকেই যেন স্থান দিই। একটি শিক্ষার্থীবান্ধব বিশ্ববিদ্যালয় রূপান্তরের জন্য আমরা সকলে চেষ্টা করবো।

উপাচার্য অধ্যাপক রেজাউল করিম বলেন, সর্বপ্রথম আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি, জুলাই বিপ্লবের শহীদ সকল ছাত্র জনতাকে, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজকে একটা নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এখনো অনেকে হাসপাতালের চিকিৎসাধীন আছেন, তাদের প্রত্যাশা ছিলো একটি বৈষম্যহীন সমাজ ও শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা। আপনাদের সাথে নিয়ে আসরা সেই বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় চেষ্টা চালিয়ে যাবো।

এর আগে সকাল সাড়ে ৮টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক (অবসরপ্রাপ্ত) ড. মো. রেজাউল করিম কর্মস্থলে যোগদান করেছেন।

এর আগে সকাল থেকে কয়েক শতাধিক শিক্ষার্থী নতুন উপাচার্যকে স্বাগত জানানোর জন্য বিশ্ববিদ্যালয়ে জড়ো হয়। এছাড়া শিক্ষক-কর্মকর্তারাও নতুন উপাচার্যকে স্বাগত জানান। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর চৌধুরী, বিভিন্ন অনুষদের ডিন ও চেয়ারম্যানবৃন্দ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম