Logo
Logo
×

শিক্ষাঙ্গন

জবির দুই প্রক্টর ও ছাত্রলীগের ৩৬ জনের নামে হত্যা মামলা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৪ পিএম

জবির দুই প্রক্টর ও ছাত্রলীগের ৩৬ জনের নামে হত্যা মামলা

ছাত্র-জনতার আন্দোলনে রাজধানীর কোতোয়ালি থানা এলাকায় মনিরুল ইসলাম অপু হত্যার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক প্রক্টর মোস্তফা কামাল ও সাবেক সহকারী প্রক্টর নিউটন হালদারসহ জবি ছাত্রলীগের ৩৬ নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

বুধবার কোতোয়ালি থানা সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

গত ১৬ সেপ্টেম্বর রবিউল ইসলাম শাওন নামে একজন বাদী হয়ে ৩৬ জনের বিরুদ্ধে কোতয়ালি থানায় এ মামলা করেন।

এছাড়া এ মামলায় জবি ছাত্রলীগের সহ-সভাপতি প্রীতিষ দত্ত রাজ, শামীম ফেরদৌস অপি, ইব্রাহিম হোসাইন সানিম, কামরুল হোসাইন, রিফাত সাইদ, সিএসই বিভাগ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল জুনাইদ, সাবেক সহসভাপতি নাজমুল হোসেন, ১০ম ব্যাচের সজল, মিরাজ হোসাইন, জবি ছাত্রলীগের সাবেক সভাপতি শরিফুল ইসলাম শরীফ, সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ছাত্রলীগ কর্মী ইকবাল কবির সম্রাট, সাজবুল ইসলাম, তাওফিক মাহমুদ, মুনিয়া আক্তার যুথি, মীর মুকিত, জবির অজ্ঞাতনামা ২০ জন ছাত্রলীগকর্মীকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, বাদীর বাবা মনিরুল ইসলাম অপু (৫৫) গত ৫ আগস্ট সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগসহ উল্লেখিত বিবাদীগণ অন্যান্য সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বংশাল থানার ছাত্রজনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণ করে। 

একপর্যায়ে মনিরুল ইসলাম অপু পেটের বাম পাশে গুলিবিদ্ধ হয়। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম