যে কারণে নতুন সভাপতিকে মানতে নারাজ মহানগর মহিলা কলেজের শিক্ষার্থী
জবি প্রতিনিধি
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৪, ১১:২২ এএম
জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক নিয়োগ দেওয়া ঢাকা মহানগর মহিলা কলেজের গভর্নিং বোর্ডের সভাপতি মেজর জেনারেল (অব.) মনিরুল ইসলাম খান আখন্দকে মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন শিক্ষার্থীরা। অবিলম্বে সিটি করপোরেশনের মাধ্যমে কলেজ পরিচালনা কমিটির সভাপতি নিয়োগের দাবি জানান তারা।
মঙ্গলবার কলেজ অডিটোরিয়ামের সামনে আয়োজিত এক বিক্ষোভ থেকে এ দাবি জানান শিক্ষার্থীরা।
বিক্ষোভে শিক্ষার্থীরা বলেন, কয়েকজন শিক্ষার্থী নিজেদের সাধারণ শিক্ষার্থী দাবি করে আমাদের কলেজের দশজন শিক্ষকের পদত্যাগ দাবি করেছেন। যে বিষয়ে আমরা সাধারণ শিক্ষার্থীরা অবগত নই। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। আমাদের কলেজ পরিচালনা কমিটির সভাপতিও যেন সিটি করপোরেশনের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়, তা নিশ্চিত করতে হবে।
বিক্ষোভে কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী চিত্রামনি বলেন, শিক্ষকদের পদত্যাগের তালিকা কিভাবে করা হয়েছে তা আমরা জানিনা। যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে তাহলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হোক। কিন্ত এরকমভাবে শিক্ষকদের হেনস্তা করা কাম্য নয়। আমাদের কলেজ সিটি করপোরেশনের কলেজ। এটা পরিচালনার কার্যক্রমও তাদের কাছে থাকা উচিত।
অর্থনীতি বিভাগের শিক্ষার্থী প্রজ্ঞা বলেন, আমাদের কলেজের সভাপতি হবেন মেয়র বা সিটি করপোরেশনের মনোনীত কেউ। তারা যাকে বলবে আমরা তাকে মেনে নেবো। কিন্ত নতুন সভাপতি জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়োগ দিয়েছে। আমরা এটা মানি না। যাকে নিয়োগ দিয়েছে তাকে যদি সিটি করপোরেশনই নিয়োগ দেয় তাহলে আমাদের তাকে নিয়ে কোনো আপত্তি নেই। যেই সভাপতি হিসেবে আসুক সিটি করপোরেশনের মাধ্যমে আসুক।
এসময় শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো-কলেজ গভর্নিং বডিতে সিটি করপোরেশনের মেয়র অথবা প্রশাসককে সভাপতি হিসেবে দেখতে চাই; বাংলাদেশ সেনাবাহিনী আমাদের সম্মানের জায়গা! সেনাবাহিনীর ভাবমূর্তি অক্ষুন্ন রাখার স্বার্থে কলেজ থেকে নিজ ইচ্ছায় আগত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত অফিসারের সভাপতি পদ থেকে প্রত্যাহার চাই; অন্তর্বর্তীকালীন সরকারকে বিতর্কিত করার অধিকার কারো নাই।
আমরা এই কলেজের অধ্যক্ষের দুর্নীতির সুষ্ঠু তদন্ত চাই। সম্মানিত শিক্ষকরা যারা শিক্ষার্থীদের ভুল তথ্য ও উস্কানি দিয়ে রাস্তায় নামিয়েছেন তাদের দুর্নীতির সঠিক তদন্ত চাই। যেসব শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতার প্রয়োজন সিটি করপোরেশনের মাধ্যমে তাদের আর্থিক সুবিধা যাতে পায় তার নিশ্চয়তা চাই। সবশেষে এ ক্যাম্পাসকে রাজনীতিমুক্ত রেখে পড়াশুনার সুষ্ঠু পরিবেশ চাই।