রাবির নতুন জনসংযোগ প্রশাসক অধ্যাপক ড. আখতার হোসেন
রাবি প্রতিনিধি
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১২ পিএম
নতুন জনসংযোগ প্রশাসক অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদার। ছবি : সংগৃহীত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জনসংযোগ দপ্তরের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদার।
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. সা'দ আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।
অফিস আদেশ অনুযায়ী, ৬ সেপ্টেম্বর থেকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাকে এই নিয়োগ দেওয়া হয়েছে। দায়িত্ব পালনকালে তিনি প্রতিমাসে পাঁচ হাজার টাকা হারে মাসিক সম্মানী পাবেন।
অধ্যাপক আখতার হোসেন কুমিল্লা শিক্ষাবোর্ড থেকে ১৯৮৮ সালে এসএসসি ও ১৯৯০ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৩ সালে স্নাতক ও ১৯৯৪ সালে স্নাতকোত্তর পাশ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ২০১৪ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
২০০৫ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। পরে ২০০৬ সালে সহকারী অধ্যাপক, ২০১৫ সালে সহযোগী অধ্যাপক ও ২০২২ সালে অধ্যাপক পদে উন্নীত হন।
এছাড়া গ্রামীণ উন্নয়ন, মানবিক আচরণ, কাউন্সেলিং, সামাজিক কাজের পেশাদারীকরণ নিয়ে গবেষণা তার প্রধান আগ্রহের বিষয়।