Logo
Logo
×

শিক্ষাঙ্গন

রংপুরে আন্দোলনের অপ্রকাশিত আলোকচিত্র প্রদর্শনী

Icon

রংপুর ব্যুরো

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৪, ১০:২৫ পিএম

রংপুরে আন্দোলনের অপ্রকাশিত আলোকচিত্র প্রদর্শনী

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদসহ শিক্ষার্থীদের ওপর চালানো হামলার অপ্রকাশিত আলোকচিত্র প্রদর্শনী হয়েছে। 

শুক্রবার বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তিন দিনব্যাপী এ প্রদর্শনী শুরু হয়। যা রোববার শেষ হবার কথা রয়েছে।

রংপুর ফটো জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের সভাপতি গোলজার রহমান আদরের তোলা ছবির ওপর প্রদর্শনীটি শুরু হয়। ছবিগুলো ১৬ জুলাইয়ের ঘটনার দিন তোলা হয়।

এ সময় আবু সাঈদের বড় ভাই রমজান আলীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাংবাদিক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোকচিত্রে ১৬ জুলাইয়ের আন্দোলনের ঘটনা দেখানো হয়েছে। আলোকচিত্রে ফুটে উঠেছে আন্দোলনের দিন সাধারণ শিক্ষার্থীদের ওপর পুলিশ ও ছাত্রলীগের নির্মম হামলার চিত্র।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম