বন্যার্তদের সহায়তায় পিছিয়ে নেই শিশুরাও, পরিচয় প্রকাশেও অনিচ্ছুক!
সাকেরুল ইসলাম, জবি
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৪, ১০:৩৬ পিএম
দেশে চলমান ভয়াবহ বন্যা পরিস্থিতিতে অর্থ ও ত্রাণ সহায়তা করে যাচ্ছেন সর্বস্তরের মানুষ। বিভিন্ন বিশ্বিবদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ত্রাণ সংগ্রহ করে পৌঁছে দিচ্ছেন দুর্গত এলাকায়। তবে এবারে ছোট্ট শিশুদের ত্রাণ ও অর্থ সহায়তা নজর কেড়েছে সবার। কেউ দিচ্ছেন নিজের দুই বছরের জমানো অর্থ, আবার কেউ জন্মদিনের কেক কেনার বরাদ্দ অর্থ জমা দিচ্ছেন ত্রাণ তহবিলে।
রাজধানীর আইডিয়াল মডেল স্কুলের ২য় শ্রেণির ছোট্ট শিক্ষার্থী জান্নাতুল আদানী ও গ্রিন ইন্টারন্যাশনাল স্কুলের ২য় শ্রেণির ছোট্ট শিক্ষার্থী রাইয়াত হোসেন। নিজেদের ব্যক্তিগত জমানো টাকা বন্যা কবলিত মানুষের জন্য দান করতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসে। মঙ্গলবার উভয়েই তাদের মাকে সঙ্গে নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শহিদ সাজিদ অ্যাকাডেমিক ভবনের নিচে জবি শিক্ষার্থীদের বসানো বুথে এসে টাকা জমা দেয়।
কেবল আদানী ও রাইয়াতই নই, এভাবে বন্যার্তদের সহায়তায় নিজেদের ব্যক্তিগত ব্যাংকে জমানো টাকা দান করছে আরও অনেক শিশু।
শনিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসে নিজের জমানো ২ বছরের টাকা বন্যার্তদের জন্য তুলে দেয় ছোট্ট শিশু সাফওয়ান। ৬ বছরের ছোট্ট শিশু সাফওয়ান তার মাকে নিয়ে এসে ব্যক্তিগত প্লাস্টিকের ব্যাংকে জমানো ৫ হাজার ৬৪০ টাকা বন্যা কবলিত মানুষের জন্য দান করেছে।
২য় শ্রেণিতে পড়ুয়া সাফওয়ান ত্রাণ সংগ্রহকারীদের কাছে নিজের বিস্তারিত পরিচয় দিতে অস্বীকৃতি জানায়। তবে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে লৌকিকতা পরিহার করে নিঃস্বার্থভাবে সবাইকে দান করার আহ্বান জানায় সাফওয়ান।
এর আগে শুক্রবার বিকাল সাড়ে ৪টায় রুদ্র নন্দি নামে আরেক শিশু তার জন্মদিনের কেকের টাকা বন্যার্তদের জন্য দান করেছে।
শিশু রাইয়াত হোসেনের ভাষায়, বন্যার্তদের জন্য প্লাস্টিকের ব্যাংকে জমানো টাকা দান করছি। এ টাকা দিয়ে যদি একজন বন্যাকবলিত মানুষেরও সাহায্য হয়, তাহলেই আমি খুশি।
শিশু জান্নাতুল আদানী বলেছে, অনেক আগে থেকেই আমি ব্যাংকে কয়েন টাকাগুলো জমাচ্ছিলাম। আজ (রোববার) সকালে মাকে বললাম, এই টাকাগুলো আমি বন্যা কবলিত অসহায় মানুষদের সাহায্যের জন্য দিয়ে আসতে চাই। এজন্য মায়ের সঙ্গে এখানে টাকাগুলো দিতে আসলাম।
ত্রাণ সংগ্রহের দায়িত্বে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. রাসেল বলেন, শিশুদের নিঃস্বার্থ দান আমাদের সবার জন্য অনুপ্রেরণা। আমরা অনেকেই এক লাখ টাকা ত্রাণ সংগ্রহ করছি। সেখানে ২০-৩০ হাজার টাকা খরচ করে ট্রাক নিয়ে নিজেরা বিতরণে যাচ্ছি। এতে সমন্বহীনতার কারণে অর্থ অপচয় হচ্ছে। কিন্তু সাফওয়ানসহ অন্য শিশুরা নিজের নামটাও প্রকাশ করতে চাচ্ছে না। এখনো যারা অর্থ সহায়তা দিতে কৃপণতা দেখাচ্ছেন, তাদের জন্য শিশুদের আচরণ থেকে অনেক কিছু শেখার আছে।
এদিকে রোববার বিকাল ৫টা পর্যন্ত বন্যার্তদের সহযোগিতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ এবং কেন্দ্রীয়ভাবে প্রায় ৪১ লাখ টাকা ফান্ড সংগ্রহ হয়েছে। ত্রাণ সংগ্রহ এখনো চলমান। এছাড়া বিভিন্ন বিভাগের ত্রাণ সংগ্রহের তথ্য কেন্দ্রীয় ফান্ড সংগ্রহ টিমের কাছে পৌঁছেনি। ফলে পরিপূর্ণ হিসাব দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানান জবির কেন্দ্রীয় ফান্ড সংগ্রহ টিমের অন্যতম সদস্য ও পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাসুদ রানা। তবে মোট হিসাব এক কোটি টাকা হবে বলে জানান তিনি।