Logo
Logo
×

শিক্ষাঙ্গন

খুবির প্রধান ফটকের নাম ‘মীর মুগ্ধ তোরণ’

Icon

খুলনা ব্যুরো

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৪, ১০:৩৮ পিএম

খুবির প্রধান ফটকের নাম ‘মীর মুগ্ধ তোরণ’

খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফাটকের নামকরণ ‘শহিদ মীর মুগ্ধ তোরণ’ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা। 

শনিবার বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শহিদ মীর মুগ্ধ তোরণ লেখা প্যানা টানিয়ে দেওয়া হয়েছে।

এ সময় শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন- অধ্যাপক ড. মো. হায়দার আলী বিশ্বাস, প্রফেসর ড. মো. নুরুন্নবী, প্রফেসর শেখ মাহামুদুল হাসান, প্রফেসর ড মো. নুর আলম, প্রফেসর শরীফ মো. থান আবুল ফজল, ইমতিয়াজ মাশরুর প্রমুখ। 

এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, ১৮ জুলাই ঢাকার উত্তরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পুলিশের গুলিতে নিহত হন খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত ডিসিপ্লিন থেকে সম্প্রতি স্নাতক পাশ করা শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ। তাই তার স্মৃতির উদ্দেশ্যে এ নামকরণ করা হয়। 

মাহফুজুর রহমান মুগ্ধের বাড়ি ঢাকার উত্তরায়। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। এরপর তিনি ঢাকায় অবস্থিত বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেসনালসে (বিইউপি) মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম