Logo
Logo
×

শিক্ষাঙ্গন

যবিপ্রবি উপাচার্যের পদত্যাগ দাবিতে প্রশাসনিক ভবনে তালা

Icon

যশোর ব্যুরো

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৪, ১০:২৪ পিএম

যবিপ্রবি উপাচার্যের পদত্যাগ দাবিতে প্রশাসনিক ভবনে তালা

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেনসহ ট্রেজারার, রেজিস্ট্রার, হল প্রভোস্ট, প্রক্টর, রিজেন্ট বোর্ড সদস্য ড. ইকবাল কবির জাহিদ ও তাদের অনুসারীদের পদত্যাগের দাবিতে ৩য় দিনের মতো বিক্ষোভ মিছিল ও মার্চ টু প্রশাসনিক ভবন কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। 

এ সময় তাদের বেঁধে দেওয়া সময়ের মধ্যে উপাচার্য পদত্যাগ না করায় যবিপ্রবির প্রশাসনিক ভবন ও উপাচার্যের বাসভবনে তালা লাগিয়ে দেন শিক্ষার্থীরা। 

এর আগে গত বুধবার বিক্ষোভ সমাবেশ থেকে যবিপ্রবি উপাচার্যকে শনিবারের মধ্যে পদত্যাগের আলটিমেটাম দেন শিক্ষার্থীরা।

শনিবার দুপুর ১২টায় যবিপ্রবির বঙ্গবন্ধু শেখ মুজিব অ্যাকাডেমিক ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল মার্চ টু প্রশাসনিক ভবন শুরু করে প্রশাসনিক ভবনের সামনে এসে সমাবেশ করেন আন্দোলনকারীরা। 

সমাবেশে বক্তারা উপাচার্যসহ, ট্রেজারার, রেজিস্ট্রার, হল প্রভোস্ট, প্রক্টর, রিজেন্ট বোর্ড সদস্য ড. ইকবাল কবির জাহিদসহ উপাচার্যের সব অনুসারীর পদত্যাগের জোর দাবি জানান।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম